ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করবে নিউইয়র্ক কর্তৃপক্ষ

প্রকাশিত: ০৫:২২, ২১ জুন ২০১৮

 ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করবে নিউইয়র্ক কর্তৃপক্ষ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের গবর্নর এ্যান্ড্রু কুমো মঙ্গলবার জানিয়েছেন যে, সীমান্তে অবৈধভাবে আটক করার সময় অভিবাসী মা-বাবাদের কাছ থেকে তাদের সন্তানদের আলাদা করার অভিযোগে তার অঙ্গরাজ্য ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করবে।- খবর ইয়াহু নিউজের। এক বিবৃতিতে মামলা করার কথা ঘোষণা করে কুমো জানান, ট্রাম্প প্রশাসনের নীতির জন্য এই নৈতিক ব্যর্থতা ও মানবিক সঙ্কট সৃষ্টি হয়েছে। সীমান্তে মা-বাবার কাছ থেকে শিশুদের আলাদা করায় মার্কিন সংবিধানিক অধিকার, সুপ্রীমকোর্টের রুল ও ১৯৯৭ সালের আইনী নিষ্পত্তির ফলে অভিবাসন আইন অনুযায়ী শিশুদের আটক রাখার যে মানদ- নির্ধারণ করা হয়েছে তা লঙ্ঘিত হয়েছে। নিউইয়র্কের গবর্নর দফতরের করা মামলার বিষয়ে মন্তব্যের জন্য ট্রাম্প প্রশাসনের কোন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করে পাওয়া যায়নি। কুমো বলেন, তিনি নিউইয়র্কে কেন্দ্রীয় সরকারের অধীন ১০টি আশ্রয় শিবিরে ৭০টি শিশুকে আটক রাখায় অঙ্গরাজ্যের কয়েকটি সংস্থাকে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত লাগোয়া মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকারী দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ থেকে আগত অভিবাসী মা-বাবার কাছ থেকে তাদের সন্তানদের বিচ্ছিন্ন করার কারণে দেশে, বিদেশে নিন্দার ঝড় ওঠে। শিশুদের আটক রাখা নিয়ে প্রকাশিত ভিডিও এবং মা-বাবার জন্য কান্না করা শিশুদের অডিও নিয়ে সম্প্রচার মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মধ্যে নিউইয়র্ক গবর্নর এই মামলার ঘোষণা দিলেন। মার্কিন কর্মকর্তারা সীমান্ত সুরক্ষিত করা এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর একটি উপায় হিসেবে মা-বাবাদের কাছ থেকে সন্তানদের আলাদা করার পদক্ষেপ নিয়েছেন।
×