ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কাশ্মীরের মুখ্যমন্ত্রীর পদত্যাগ

প্রকাশিত: ০৬:৪৬, ২০ জুন ২০১৮

কাশ্মীরের  মুখ্যমন্ত্রীর  পদত্যাগ

ভারতের জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি পদত্যাগ করেছেন। এর মধ্য দিয়ে জোট সরকারের সঙ্গে প্রায় সাড়ে তিন বছরের সম্পর্ক ছিন্ন করল বিজেপি। বিজেপির সঙ্গে জোট বেঁধে মেহবুবার দল পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি) এতদিন সেখানে সরকার চালাচ্ছিল।- এনডিটিভি। নয়াদিল্লীতে মঙ্গলবার দুপুরে জম্মুু-কাশ্মীরে সরকার থেকে বেরিয়ে আসার সিদ্ধান্তের কথা জানান বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব। তিনি বলেন, ‘জম্মু-কাশ্মীরে পিডিপির সঙ্গে পথচলা অসম্ভব হয়ে পড়েছে। সরকার থেকে সরে আসা ছাড়া আর কোন উপায় ছিল না।’ এর পরেই রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি পদত্যাগপত্র জমা দিয়ে আসেন। বিজেপি যদিও রাজ্যে রাজ্যপালের শাসনই চায়, বৈঠকে এমনটা জানিয়েছিলেন রাম মাধব। জম্মু-কাশ্মীর বিধানসভায় মোট ৮৭টি আসন। ২০১৪ মে মাসে উপত্যকায় যে নির্বাচন হয়, সেখানে পিডিপি পেয়েছিল ২৮টি আসন। বিজেপি পেয়েছিল ২৫টি।
×