ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হচ্ছেন এরদোগান

প্রকাশিত: ০৬:৪৩, ২০ জুন ২০১৮

  নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হচ্ছেন এরদোগান

প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান তুরস্কে তার ১৫ বছরের শাসনের মধ্যে রবিবারের নির্বাচনে সবচেয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হচ্ছেন। তিনি ক্রমবর্ধমান বিশৃঙ্খল অর্থনীতির প্রেক্ষাপটের বিরুদ্ধে পুনরুজ্জীবিত বিরোধী দলকে পরাজিত করার জোর চেষ্টা চালাচ্ছেন। খবর এএফপির। নির্বাচনী প্রচার অভিযানে স্বঘোষিত শক্তিশালী প্রার্থী এরদোগানের ইসলাম ভিত্তিক ক্ষমতাসীন দল ২০০২ সালে ক্ষমতায় আসার পর থেকে তিনি প্রতিটি নির্বাচনে জয়লাভ করে এসেছেন। তিনি তুরস্ককে প্রবৃদ্ধিমুখী অর্থনীতি ও ধর্মীয় রক্ষণশীল দেশে রূপান্তর করেন এবং বিদেশে একটি ইতিবাচক অবস্থান গড়ে তোলেন। কিন্তু দৃশ্যত মনে হচ্ছে, তার প্রধান প্রেসিডেন্ট প্রতিদ্বন্দ্বী বামপন্থী রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) এক অগ্নিগর্ভ বক্তা মুহাররেম ইনসের সঙ্গে তাকে জোর প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে। অন্যদিকে ইনসে এরদোগানকে চ্যালেঞ্জের বিষয়ে শঙ্কিত বলে মনে হচ্ছে না। এরদোগানের পরিবর্তিত বিতর্কিত শাসনতন্ত্রের অধীন একই দিন অনুষ্ঠিত হচ্ছে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন এবং উদ্যোগের সঙ্গে দানা বাঁধছে একটা ষড়যন্ত্র। এরদোগানকে ক্ষমতাচ্যুত করার জন্য এক ব্যর্থ অভ্যুত্থানের প্রায় দু’বছর পর অনুষ্ঠিত হচ্ছে এ নির্বাচন। ওই ব্যর্থ অভ্যুত্থানের পর অভিযান চালিয়ে প্রায় ৫৫ হাজার লোককে গ্রেফতার করা হয়েছে। এতে বড় ধরনের উত্তেজনার সৃষ্টি হয়েছে আঙ্কারার সঙ্গে পাশ্চাত্য সহযোগীদের। অনেক বিশ্লেষক মনে করেন, ইনসে ভোটকে ৮ জুলাই দ্বিতীয় পর্যায়ে টেনে নিতে পারেন যদিও একেপি নজিরবিহীন চার দলীয় বিরোধী জোটের কাছে এর পার্লামেন্টারি সংখ্যাগরিষ্ঠতা খোয়াবে বলে ঝুঁকি রয়েছে। ফ্রেঞ্চ ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চের এলিজে ম্যাসিকার্ড বলেছেন, এটা কোন উচ্চমানের বিরোধী জোট নয় যে, তায়েপকে ১৫ বছর ধরে তাদের মোকাবেলা করতে হচ্ছে। এ জোট অবশ্য শাসনতন্ত্র পরিবর্তনের ওপর অনুষ্ঠিত ২০১৭ সালে এপ্রিলের গণভোটে হ্যাঁ-এর পক্ষে কিছুটা অপেক্ষাকৃত বিজয় অর্জন করে নিজেদের শক্তির জানান দেয়। বেশিরভাগ জনমত জরিপে ওঠে এসেছে যে, এরদোগান প্রথম রাউন্ডের ভোটে ৫০ শতাংশ ভোটে পিছিয়ে থাকবেন।
×