ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মানবাধিকার গ্রুপের অডিও রেকর্ড

মার্কিন সীমান্তে বিচ্ছিন্ন শিশুদের অঝোর কান্না

প্রকাশিত: ০৬:৪৩, ২০ জুন ২০১৮

 মার্কিন সীমান্তে বিচ্ছিন্ন শিশুদের অঝোর কান্না

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে মা-বাবাদের কাছ থেকে বিচ্ছিন্ন মধ্য আমেরিকার অনেক শিশুকে প্রচ-ভাবে ফুঁপিয়ে ফুঁপিয়ে ও বিলাপ করে কাঁদতে শোনা গেছে। কোন কোন শিশুকে এতটাই কাঁদতে শোনা যায় যে, শ্বাস নিতে তাদের প্রায় অসমর্থ বলে মনে হয়েছে। মানবাধিকার গ্রুপ প্রোপাবলিকার সোমবার প্রকাশিত এক অডিও রেকর্ডে এ তথ্য ওঠে এসেছে। খবর এএফপির। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জিরো টলারেন্স অভিবাসন নীতি গ্রহণের পর এপ্রিল থেকে এ পর্যন্ত অন্তত ২ হাজার ৩শ’ শিশুকে তাদের মা-বাবাদের কাছ থেকে পৃথক করা হয়েছে। প্রোপাবলিকা বলেছে, অতীতে অবৈধভাবে প্রবেশকারী কিছুসংখ্যক অভিবাসীকে আটক করে পরে ছেড়ে দেয়া হয়েছে। এখন যে কেউ অবৈধভাবে এ দেশে প্রবেশের চেষ্টা করবে মার্কিন প্রশাসন তাকে বিচারের সম্মুখীন করার উদ্যোগ নিয়েছে। সংস্থা বলেছে, এ শিশুদের মা-বাবাদের সঙ্গে রাখার অনুমতি দেয়া প্রয়োজন। অডিও রেকর্ডিংয়ে শোনা যায়, একটি মেয়ে কাঁদতে কাঁদতে বলছে, মা আমি বাবার সঙ্গে যেতে চাই। সে এতটাই তীব্রভাবে কাঁদছিল যে, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তার। অনেক শিশুর উচ্চনাদী কান্নার রোলের মধ্যে এক মার্কিন সীমান্ত টহল সদস্যকে স্পেনীয় ভাষায় বলতে শোনা যায়। বেশ তো, আমরা একটি বাদক দল পেয়ে গেছি। কিন্তু এর কোন পরিচালক নেই। একটি ছোট্ট মেয়েকে ক্রন্দনরত অবস্থায় বলতে শোনা যায়, আমি চাই না, তারা আমার বাবাকে আটকে দিক। দৃশ্যত কিছুটা বয়স্ক অন্য একটি মেয়ে বলল, আমি আমার বাবার কাছ থেকে বিচ্ছিন্ন হতে চাই না। এ শিশুদের বেশির ভাগই এল সালভাদর ও গুয়েতেমালার। মধ্য আমেরিকায় এ দুটো দেশই সংঘাত-পীড়িত। শিশুদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এ উদ্যোগে দেশে ট্রাম্পের ডেমোক্র্যাটিক বৈরী ও তার সহযোগী রিপাবলিকানদের মধ্যে এবার সারাবিশ্বে অসন্তোষ ও অবমাননার সৃষ্টি হয়েছে। এমনকি ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পও উদ্বেগ প্রকাশ করেছেন। প্রোপাবলিকা বলেছে, একটি চরম দুঃখকাতর সালভাদরীয় মেয়ে সে তার আন্টকে ডেকে দেয়ার জন্য জোর অনুরোধ করছে। মেয়েটি বলে, তাকে পেলে আমি অন্তত আমার আন্টির সঙ্গে বাড়ি যেতে পারব। মেয়েটি গর্বের সঙ্গে বলে যে, সে তা মনে রাখবে। আমার আন্টি আমাকে তার সঙ্গে বাড়িতে নিয়ে গেলে আমার মা ক্ষিপ্রতার সঙ্গে আমাকে গ্রহণ করবেন। এ মেয়েটি এ পরিস্থিতিতে পড়া ছয়টি মেয়ের অন্যতম। প্রোপাবলিকা বলেছে, অডিওটি গত সপ্তাহে রেকর্ড করা হয়েছে। মেয়েটির আন্ট বলেছেন, এ অভিজ্ঞতা সত্যিই বড় নির্মম।
×