ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভূমি অফিসে দালাল ধরলেন বিভাগীয় কমিশনার

প্রকাশিত: ০৫:৪৬, ২০ জুন ২০১৮

 ভূমি অফিসে দালাল ধরলেন  বিভাগীয়  কমিশনার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে আকস্মিক ভূমি অফিস পরিদর্শনে গিয়ে এক দালালকে ধরে পুলিশে সোপর্দ করলেন বিভাগীয় কমিশনার আবদুল মান্নান। মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর ষোলশহর ভূমি অফিসে গিয়ে তিনি স্বচক্ষে দালালদের দৌরাত্ম্য প্রত্যক্ষ করেন। এরপর তিনি তাৎক্ষণিকভাবে এ ব্যবস্থা নেন। একইসঙ্গে এক ভূমি সহকারীকে সন্দ্বীপে বদলির আদেশ দেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের জনসংযোগ বিভাগ সূত্রে জানা যায়, যে দালালকে ধরে পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদের হাতে তুলে দেয়া হয়েছে তার নাম সিরাজ (৪০)। ওই দালালের ব্যবহৃত ডিসকভার ব্র্যান্ডের মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। তবে এ সময় অন্য দালালেরা কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় চান্দগাঁও সার্কেল ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (পাঁচলাইশ) রিদওয়ান বাদী হয়ে দালাল সিরাজের বিরুদ্ধে মামলা রুজু করেন। এদিকে, জেলা প্রশাসক স্বাক্ষরিত এক আদেশে রিদওয়ান নামের এক ভূমি সহকারী কর্মকর্তাকে তাৎক্ষণিক সন্দ্বীপের মাইটভাঙা ইউনিয়ন ভূমি অফিসে বদলি করা হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কাছে অভিযোগ ছিল, সিরাজসহ কতিপয় দালাল ষোলশহর ভূমি অফিসে প্রায়ই আসা-যাওয়া করে। ভূমি অফিসে আগত সেবাগ্রহীতাদের কৌশলে ফাঁদে ফেলে দালালরা জমির নামজারিসহ ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত সেবা দিতে হাজার হাজার টাকা আদায় করে নিত। মঙ্গলবার সকালে বিভাগীয় কমিশনার মোঃ আবদুল মান্নান আকস্মিক ভূমি অফিস পরিদর্শনে এসে অভিযোগের সত্যতা পান এবং দালাল সিরাজকে ধরে পুলিশের হাতে তুলে দেন। তিনি অফিস পরিদর্শন করে যথাসময়ে অফিসে উপস্থিত না থাকা কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ, নাগরিক সেবা হয়রানিমুক্ত এবং আরও সহজিকরণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে ভূমি অফিসে থাকা লোকজনের মধ্যে কে কোন কাজে, কার কাছে এসেছেন তাও খতিয়ে দেখেন কমিশনার।
×