ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে টর্নেডোর ছোবলে দু’শতাধিক বাড়ি বিধ্বস্ত

প্রকাশিত: ০৫:৪৬, ২০ জুন ২০১৮

 বাগেরহাটে টর্নেডোর  ছোবলে দু’শতাধিক  বাড়ি বিধ্বস্ত

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাট সদর উপজেলার কোমরপুর, পাইকপাড়া, বারুইপাড়া এবং ফকিরহাটের সোনাখালী ও ব্রাহ্মণরাংদিয়া গ্রাম টর্নেডোর আঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রচন্ড দাবদাহের পর মঙ্গলবার দুপুরে টর্নেডোর আঘাতে এখানে প্রায় অর্ধশত কাঁচা-পাকা ঘর বিধ্বস্ত হয়েছে। এসময় অসংখ্য গাছপালা ও বৈদ্যুতিক পিলার উপড়ে পড়েছে। অপরদিকে, সোমবার সন্ধ্যায় জেলার মংলা উপজেলার সাতটি গ্রাম টর্নেডোর ছোবলে লন্ডভন্ড হয়েছে। সুন্দরবন সংলগ্ন পশুর নদীর তীরবর্তী চিলা ইউনিয়নের ওই গ্রামগুলোতে দুই শতাধিক কাঁচা ও পাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। অসংখ্য গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে। এ সময় বজ্রপাতে ২ জন আহত এবং নদীতে মাছ ধরতে যাওয়া এক জেলে নিখোঁজ হন। টর্নেডোর ছোবলে মুহূর্তে একে একে লন্ডভন্ড হয়ে যায় চিলা ইউনিয়নের জয়মনির ঘোল, গিলার খালকুল, কাটাখালী, খাপড়া, পশ্চিম পাড়া গ্রাম। মাত্র ৪৫ সেকেন্ডের স্থায়িত্ব এ টর্নেডোর আঘাতে মসজিদ, মাদ্রাসা, কাঁচা-পাকা ঘরবাড়ি, দোকান পাট উড়িয়ে নেয়।
×