ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, আহত ১২

প্রকাশিত: ০৫:৪৫, ২০ জুন ২০১৮

 টেকনাফে রোহিঙ্গা  ক্যাম্পে সংঘর্ষ, আহত ১২

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মিয়ানমারে যাওয়া না যাওয়ার বিষয়কে কেন্দ্র করে উখিয়ার বালুুখালী ক্যাম্পে রোহিঙ্গা মাঝি আরিফ উল্লাহকে খুন করার দুই ঘণ্টা পর টেকনাফের নয়াপাড়া ক্যাম্পেও সন্ত্রাসী রোহিঙ্গা দু পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১২ জন আহত হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টায় টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছে, আবদুল আমিন, জাহাঙ্গীর, আবদুর রহিম, ইউসুফ, আকবর আলী, আমির হামজা, নুর মোহাম্মদ, রাসেল, ইয়াকুব, জাবের, আলী আহমদ ও ইব্রাহিম। তারা ওই ক্যাম্পের বিভিন্ন ব্লকের বাসিন্দা। টেকনাফ থানার ওসি রণজিত কুমার বড়ুয়া বলেন, সোমবার রাতে টেকনাফের নয়াপাড়া ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গাদের দু পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দেশীয় অস্ত্র নিয়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এ দিকে স্থানীয়রা আহত রোহিঙ্গাদের উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে এদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে। তাদের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ধারাল অস্ত্রের আঘাতে এলোপাতাড়ি কোপানোর চিহ্ন রয়েছে।
×