ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ডিমলায় দুই গৃহবধূসহ তিন খুন

প্রকাশিত: ০৫:৪৩, ২০ জুন ২০১৮

 ডিমলায় দুই গৃহবধূসহ  তিন খুন

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ পৃথক ঘটনায় ডিমলা উপজেলায় ২৪ ঘণ্টার ৪ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে দুই গৃহবধূকে পিটিয়ে হত্যা, টাকা ভাগাভাগি নিয়ে শ্রমিককে হত্যা করা হয়। জানা গেছে, মঙ্গলবার দুপুরে ডিমলা সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া গ্রামের যৌতুকের কারণে লাইলী বেগম (২৭) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করে স্বামী। সে দক্ষিণ তিতপাড়া গ্রামের সফিকুল ইসলামের স্ত্রী ও একই উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের আজিজুল ইসলামের মেয়ে। এ বিষয়ে লাইলী বেগমের ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে ৫ জনকে আসামি করে থানায় বোনকে হত্যার অভিযোগ করেছে। শফিকুল ইসলাম অভিযোগ করেন লাইলীর স্বামীসহ তার পরিবারের লোকজন যৌতুকের ২ লাখ টাকা দাবি করে, টাকা দিতে না পারায় মঙ্গলবার সকালে লাইলীকে বেধড়ক পেটায়। আহত অবস্থায় তাকে রংপুরে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে লাইলীর স্বামী শফিকুল ইসলাম পলাতক রয়েছে। অপরদিকে সকালে উপজেলার পূর্বছাতনাই ইউনিয়নের (চেয়ারম্যান পাড়া) গ্রামের মৃত আব্দুল গণির ছেলে জুল হোসেন (৩৭) পারিবারিক কলহে স্ত্রী রাশেদা বেগমকে (২৮) মারপিট করলে গুরুত্ব আহত হয়। তাকে ডিমলা হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু ঘটে। এ সময় পুলিশ তার স্বামীকে আটক করেছে। নিহত রাশেদা একই উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ সুন্দর খাতা গ্রামের আহেদ আলীর মেয়ে ও দুই সন্তানের জননী। অপর দিকে রবিবার রাতে উপজেলার বালাপাড়া ইউনিয়নের ছানতাই বালাপাড়া গ্রামে শ্রমিকের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে ছলিমুদ্দিনের ছেলে কামরুল ইসলাম (৩৫) এর সঙ্গে একই গ্রামের শ্রমিক দলের আব্দুর রহিমের সংঘর্ষ হলে কামরুল গুরুতর আহত হয়। তাকে প্রথমে ডিমলা হাসপাতালে ও পরে ভর্তি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে কামরুলের মৃত্যু হয়। এ বিষয়ে কামরুলের স্ত্রী বাদি হয়ে পাঁচজনকে আসামি করে ডিমলা থানায় হত্যা মামলা দায়ের করেছে। . ভাঙ্গায় বাবা নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, ভাঙ্গায় ছেলে শাহ আলম সিকদারের ছুরির আঘাতে বাবা আক্কাস সিকদার (৪৮) নিহত হয়েছেন। সোমবার রাত সোয়া নয়টার দিকে ভাঙ্গার আজিম নগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আক্কাস সিকদার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের গোপাল সিকদারের ছেলে। সে অটো বাইক চালক ও স্থানীয় গাবতলী বাসস্ট্যান্ডের একটি মুদি দোকানের মালিক। জানা যায়, আক্কাস সিকদারের তিন স্ত্রী। শাহ আলম তার দ্বিতীয় পক্ষের স্ত্রীর ছেলে। এক ভাই ও দুই বোনের মধ্যে শাহ আলম বড়। পাঁচ বছর আগে আক্কাস তার দ্বিতীয় স্ত্রীকে তালাক দেন। ছেলে শাহ আলম মাঝে মাঝে তার বাবার কাছে টাকার জন্য আসত। সোমবার রাত সোয়া নয়টার দিকে গাবতলী-কালামৃধা আঞ্চলিক সড়ক দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন আক্কাস সিকদার। ওই সময় ওই সড়কের ব্রাহ্মণপাড়া এলাকায় বাবার পথরোধ করে টাকা চায় ছেলে শাহ আলম। বাবা টাকা দিতে অস্বীকার করলে শাহ আলম তার কাছে থাকা ছুরি দিয়ে বাবাকে উপর্যুপরি কুপিয়ে জখম করে। ঘটনাস্থলেই আক্কাসের মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। . চট্টগ্রামে যুবক স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস থেকে জানান, চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার তক্তারপুল এলাকায় ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মোঃ জসিম (২২) কুমিল্লা জেলার চান্দিনা এলাকার মোরশেদ আলমের পুত্র। থাকতেন বাকলিয়া মিয়াখান নগর এলাকায়। সোমবার রাতে এ ঘটনা ঘটে। জানা যায়, রাত সাড়ে দশটার দিকে ছুরিকাঘাতে গুরুতর আহত হন জসিম। পাওনা টাকা আদায় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষ। আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। . সিদ্ধিরগঞ্জে শিশু স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, মহানগরীর সিদ্ধিরগঞ্জের আটি এলাকায় একই মাছের খামার থেকে অজ্ঞাত পরিচয় আরেক মেয়ে শিশুর (৪ বছর) হাত-পা বাঁধা অবস্থায় বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সোমবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের আটি হাউজিংয়ের নাদিম মাহমুদ সুমনের মাছের খামার থেকে লাশটি উদ্ধার করা হয়। এ নিয়ে গত তিন দিনে দুটি মেয়ে শিশুর লাশ উদ্ধার করল পুলিশ। জানা গেছে, সোমবার সন্ধ্যায় আটি হাউজিংয়ের নাদিম মাহমুদ সুমনের মাছের খামারে ভাসতে থাকা একটি ব্যাগ থেকে দুর্গন্ধ আসতে থাকে। পরে এলাকাবাসী ঘটনাটি পুলিশে জানায়। পুলিশ গিয়ে ব্যাগ থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক মেয়ে শিশুর লাশ উদ্ধার করে। . ময়মনসিংহ মেডিক্যাল ছাত্রীর লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার ময়মনসিংহ থেকে জানান, নগরীর বলাশপুর পালপাড়া এলাকার বাসা থেকে শুভ্রা রানী পাল নামে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ৫ম বর্ষের মেধাবী ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। কোতোয়ালি মডেল থানা পুলিশ মঙ্গলবার দুপুরে বাসা থেকে শুভ্রার ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য শুভ্রার লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়। . বরিশালে যুবক স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বিশ্বাসের হাট ট্রলারঘাট সংলগ্ন কড়ইতলা নদী থেকে অর্ধগলিত অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কোতয়ালী মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে। তবে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। কোতয়ালী মডেল থানার এসআই শামীম জানান, দুপুরে বিশ্বাসের হাট ট্রলারঘাট সংলগ্ন কড়ইতলা নদীর তীরে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে জানালে লাশটি উদ্ধার করা হয়।
×