ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নাটোরে বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা গুলিবিদ্ধ

প্রকাশিত: ০৫:৩৯, ২০ জুন ২০১৮

 নাটোরে বন্দুকযুদ্ধে  মাদক বিক্রেতা গুলিবিদ্ধ

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৯ জুন ॥ বড়াইগ্রামে ডিবি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তুহিন ভূঁইয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে উপজেলার চান্দ্রাই কলেজের কাছে এই ঘটনা ঘটে। তুহিন ভূঁইয়া বড়াইগ্রাম উপজেলার গোপালপুর এলাকার আনোয়ার হোসেন মাস্টারের ছেলে। নাটোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান ও এসআই কৃষ্ণ মোহন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড়াইগ্রাম উপজেলার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক বিক্রেতা তুহিন ভূঁইয়াকে এক হাজার ট্যাবলেটসহ আটক করে ডিবি পুলিশ। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে কয়েকজন সহযোগীর নাম বলে তুহিন ভূঁইয়া। ডিবি পুলিশ এবং বড়াইগ্রাম থানা পুলিশ তাকে নিয়ে পুনরায় বড়াইগ্রাম উপজেলার চান্দ্রাই কলেজপাড়া এলাকায় যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের ওপর গুলি বর্ষণ করে তার সহযোগীরা। এ সময় তুহিন ভূঁইয়া পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গোলাগুলির মাঝখানে পড়ে গুলিবিদ্ধ হয়। তুহিন ভূঁইয়া ডান পায়ে গুলিবিদ্ধ হয়েছে। এ সময় পুলিশ সদস্যরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে অবস্থার অবনতি হলে নাটোর আধুনিক সদর হাসপাতাল ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
×