ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে গভীর রাতে বিয়ে বাড়িতে ভাংচুর, লুট

প্রকাশিত: ০৫:৩৮, ২০ জুন ২০১৮

 গোপালগঞ্জে গভীর  রাতে বিয়ে বাড়িতে  ভাংচুর, লুট

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ১৯ জুন ॥ পূর্ব শত্রুতার জের ধরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক বিয়ে বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার রাত ১২টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার কুশলী গ্রামের লস্করপাড়ায় একদল দুর্বৃত্ত এ ঘটনা ঘটিয়েছে। ভুক্তভোগী ওসিকার লস্কর জানিয়েছেন, মঙ্গলবার রাতে তার ছোট ভাই ওলিউল লস্করের বিয়ে। এ উপলক্ষে সোমবার তার গায়ে হলুদসহ গান-বাজনার আয়োজন করা হয়। রাত ১২টার দিকে প্রতিবেশী আকুব্বর লস্করের নেতৃত্বে ২০-২২ জনের একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে হামলা করে। প্রথমেই তারা বাড়ির টিনের ঘরে এলোপাতাড়ি কুপিয়ে ভাংচুর করে। এরপর বাড়ির পুরুষদের এলোপাতাড়ি পিটিয়ে বাড়ির ভেতরে তান্ডব চালায় এবং মহিলাদের গলায় দা ধরে তাদের শরীরের স্বর্ণালঙ্কার ও বিয়ে উপলক্ষে ক্রয়কৃত গহনাগাঁটিসহ মালামাল লুটে নিয়ে যায়। এ সময় দুর্বৃত্তদের হামলায় তিনি এবং তার ভগ্নিপতি রফিক মুন্সী ও হাফিজ তালুকদারসহ কয়েকজন আহত হন। তিনি আরও জানান, প্রতিপক্ষ একবংশীয় হলেও সমাজে দুটি ভাগ রয়েছে এবং এ নিয়ে গ্রাম্য-দলাদলিও রয়েছে।
×