ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাউফলে হিজড়াদের চাঁদাবাজিতে অতিষ্ঠ মানুষ

প্রকাশিত: ০৫:৩৭, ২০ জুন ২০১৮

  বাউফলে হিজড়াদের  চাঁদাবাজিতে অতিষ্ঠ মানুষ

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৯ জুন ॥ হিজড়াদের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। ব্যবসা প্রতিষ্ঠানসহ বিয়েবাড়ি ও সামাজিক অনুষ্ঠানে হানা দিয়ে তারা চাঁদা আদায় করছে। কেউ না দিলে গায়ের কাপড়চোপড় খুলে তাকে জড়িয়ে ধরে চিৎকার করতে থাকে। এই বিভ্রতকর অবস্থা এড়াতে বাধ্য হয়ে তাদের চাঁদা দিতে হয়। খোঁজ নিয়ে জানা গেছে, হিজড়া ৩-৪ জনের এক একটি গ্রুপ করে শহর ও শহতলীর আশপাশ এলাকাসহ বিভিন্ন গ্রামের হাট-বাজারে গিয়ে হাজির হয়ে ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি করছেন। সর্বনিম্ন ১০ টাকা থেকে সর্বোচ্চ ৫শ’ টাকা করে চাঁদা নিচ্ছেন। বিয়েবাড়ি কিংবা কোন সামাজিক অনুষ্ঠান হলে তো কথা নেই। হিজড়ারা দলবদ্ধভাবে হাজির হন ওই বাড়িতে। ২ হাজার থেকে ৫ হাজার টাকা দাবি করে অবস্থান নেন ওই বাড়িতে। দাবিকৃত টাকা না পাওয়া পর্যন্ত তাদের তাড়ানোর কোন সুযোগ নেই। জোর করা হলে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে। পরনের কাপড়চোপড় খুলে ফেলে। তাই বাধ্য হয়ে তাদের দাবিকৃত টাকা শোধ করতে হয়। শহর এলাকায় সপ্তাহে একবার করে প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে নির্ধারিত হারে চাঁদা তোলা হয়। গ্রামের সাপ্তাহিক হাটের দিন দোকানপাট থেকে চাঁদা নেয়া হয়। এভাবে প্রতিদিন শহর কিংবা গ্রামের বিভিন্ন হাটে বাজারে গিয়ে তারা হানা দেন এবং জোর করে টাকা আদায় করেন।
×