ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফটিকছড়ি ও হাটহাজারীতে বন্যায় ক্ষতি ১৫শ’ কোটি

প্রকাশিত: ০৫:৩৬, ২০ জুন ২০১৮

 ফটিকছড়ি ও হাটহাজারীতে বন্যায় ক্ষতি  ১৫শ’ কোটি

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ১৯ জুন ॥ গেল সপ্তাহে স্মরণকালের বন্যায় বৃহত্তর ফটিকছড়ি ও হাটহাজারীতে গ্রামীণ অবকাঠামো, সেতু কালভার্ট ছাড়াও বিভিন্ন সেক্টরে মারাত্মকভাবে ক্ষতিসাধিত হয়েছে। সব চেয়ে ক্ষতির মধ্যে রয়েছে গ্রামীণ অবকাঠামো, সেতু, হালদা, ধুরং, কুতুবছড়ি, সর্ত্তাসহ বিভিন্ন নদ-নদী-খালের বেড়িবাঁধ, মৎস্য প্রকল্প এবং পোল্ট্রি ফার্ম অন্যতম। সাম্প্রতিক বন্যায় বিভিন্ন খাতে উক্ত দু’উপজেলায় ক্ষতির পরিমাণ আনুমানিক ১৫ শ’ কোটি টাকা। মহাসড়কসহ গ্রামীণ সড়কগুলোর বেহাল দশা। বৃহত্তর ফটিকছড়ির নাজিরহাট-সুয়াবিল-রামগড় সড়ক, ফটিকছড়ি সদর হিয়াকোঁ সড়ক, কাঞ্চননগর সড়ক, গহিরা-নানুপুর-ফটিকছড়ি সদর সড়ক, নাজিরহাট-বুড়াবিবি সড়কের করুণ অবস্থা। তাছাড়া, হাটহাজারী উপজেলায়- ছিপাতলী, নাঙ্গলমোড়া, গুমানমর্দ্দন, গড়দুয়ারা, আমান বাজার-বুড়িশ্বর সড়কের বিভিন্ন অংশে মারাত্মক ক্ষতি হওয়ায় উল্লিখিত সব সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় হাটহাজারী-ফটিকছড়ির সীমান্ত এলাকা বাণিজ্য কেন্দ্র নাজিরহাটের কাছে শতবর্ষী পুরাতন হালদা সেতুটি মাঝখানে ধসে গেছে। এ দু উপজেলায় ৫ শতাধিক খামার ভেসে যাওয়ায় এ খাতে খামারীদের ক্ষতির পরিমাণ অন্তত ১২ কোটি টাকা।
×