ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৮৫ প্রার্থীর কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ

প্রকাশিত: ০৫:৩৫, ২০ জুন ২০১৮

  ৮৫ প্রার্থীর  কাউন্সিলর  পদে মনোনয়নপত্র  সংগ্রহ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিতে প্রার্থীরা মানোনয়ন উত্তোলন শুরু করেছেন। তফসিল ঘোষণার পর এখনও মেয়র পদে কোন প্রার্থী মনোনয়ন উত্তোলন না করলেও ৮৫ প্রার্থী কাউন্সিলর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে সাধারণ কাউন্সিলর পদে ৬৪ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২১ জন। রাজশাহী নির্বাচন কমিশনের কার্যালয় থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন। জেলা নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার আতিয়ার রহমান জানান, গত বুধবার আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়। বৃহস্পতিবার থেকে তারা মনোনয়নপত্র বিতরণ শুরু করেন। প্রথম দিনে ২০ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলর হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৬ জন। বাকিরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গত সোমবার। মাঝে তিনদিন ছুটি ছিল। আতিয়ার রহমান জানান, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। রিটার্নিং অফিসার ১ ও ২ জুলাই মনোনয়নপত্র বাছাই করবেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ জুলাই। আর ৩০ জুলাই ভোট গ্রহণ হবে। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আওয়ামী লীগের মেয়র প্রার্থী লিটন, কাউন্সিলর প্রার্থীদের নাম যাচ্ছে কেন্দ্রে ॥ রাজশাহী সিটি নির্বাচনে ১৪ দলের একক প্রার্থী হিসেবে মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নাম ঘোষণা করা হয়েছে। সর্বশেষ সোমবার জোটের বৈঠকে একক প্রার্থী হিসেবে তাকে ঘোষণা দেয়া হয়। এ ছাড়া মঙ্গলবার নগর আওয়ামী লীগের সভায় লিটনকে একক প্রার্থী ঘোষণা করে কেন্দ্রে প্রস্তাবনা পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়াও আগামী ৩০ জুলাই অনুষ্ঠেয় এই নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের নামও চূড়ান্ত করে কেন্দ্রে পাঠানো হচ্ছে। দলীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় একক প্রার্থী হিসেবে লিটনকে ঘোষণা করে তার নাম কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত হয়। এ ছাড়া নগরীর ৩০টি ওয়ার্ডে দলীয় কাউন্সিলর প্রার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করে কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে এ সভায়। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, ‘লিটনের বাইরে আমরা বিকল্প কিছু ভাবছি না। সে কারণেই দলের একক প্রার্থী হিসেবে বৈঠক থেকে তাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে দলের কাছে প্রস্তাবনা পাঠানো হচ্ছে। বিএনপির মেয়র প্রার্থী বুলবুল, মনোনয়নপত্র তুলবেন সুইট ॥ রাসিক নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী নগর সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল। দল থেকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। তবে মেয়র পদে মনোনয়ন তুলবেন নগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট। তার ঘনিষ্ঠ সূত্র এ তথ্য জানায়। বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু জানান, মোসাদ্দেক হোসেন বুলবুল বিএনপির মেয়র প্রার্থী হচ্ছেন। তার নামই কেন্দ্রে প্রস্তাব করা হয়েছে। নগর বিএনপি থেকে এ সিদ্ধান্ত হয়েছে। এ দিকে, নগর যুবদলের সভাপতি ও সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদ সুইট মেয়র পদে মনোনয়ন তুলবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। তবে দলীয় না স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন তুলবেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
×