ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সেপ্টেম্বরে বিমানে যুক্ত হচ্ছে আরেকটি ড্যাশ-৮ উড়োজাহাজ

প্রকাশিত: ০৫:৩৩, ২০ জুন ২০১৮

 সেপ্টেম্বরে বিমানে যুক্ত হচ্ছে আরেকটি ড্যাশ-৮ উড়োজাহাজ

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী সেপ্টেম্বরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হচ্ছে আরও একটি ড্যাশ-৮ উড়োজাহাজ। বর্তমানে বিমানের বহরে এ মডেলের দুটি উড়োজাহাজ রয়েছে। উড়োজাহাজটি যুক্ত হলে অভ্যন্তরীণ ও আঞ্চলিক রুটের ফ্লাইট সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে বিমান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, কানাডা থেকে ৭৪ আসনের উড়োজাহাজটি লিজে সংগ্রহ করতে গত মাসের শেষ সপ্তাহে চুক্তি করেছে বিমান কর্তৃপক্ষ। বর্তমানে সাতটি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে ক্রমাগত যাত্রী চাহিদা বৃদ্ধি পাওয়ায় নতুন উড়োজাহাজটি বহরে যুক্ত করে এসব রুটে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। বর্তমানে রাজশাহী রুটে বিমানের সপ্তাহে চারটি ফ্লাইট চলে। নতুন উড়োজাহাজ যুক্ত হলে এ সংখ্যা সাতে উন্নীত করা হবে। সৈয়দপুরে চারটির পরিবর্তে ১৪টি, যশোরে আটটি থেকে বাড়িয়ে ১৪টি ফ্লাইট করা হবে। এছাড়া সৈয়দপুর থেকে কক্সবাজার ও চট্টগ্রাম রুটে ফ্লাইট চালু হবে। পাশাপাশি আঞ্চলিক রুট ইয়াঙ্গুন ও কলকাতার ফ্লাইটও বাড়বে।
×