ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সকল ব্যাংকের সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার আহ্বান চিটাগাং চেম্বারের

প্রকাশিত: ০৫:৩১, ২০ জুন ২০১৮

 সকল ব্যাংকের সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার আহ্বান চিটাগাং চেম্বারের

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ইসলামী ব্যাংকের বিনিয়োগ মুনাফা সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছে চিটাগাং চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি। এ দৃষ্টান্ত অনুসরণ করে দেশের অন্যান্য ব্যাংকের প্রতিও সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের এই অন্যতম শীর্ষ সংগঠন। চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম মঙ্গলবার এক প্রতিক্রিয়ায় শিল্পায়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার ও উচ্চ আয়ের দেশে রূপান্তরের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক নির্দেশনার প্রেক্ষিতে প্রথম ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংকের সিদ্ধান্তকে স্বাগত জানান। তিনি ব্যবসায়ী সমাজের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই নির্দেশনা প্রদান করায় প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এহেন বলিষ্ঠ সময়োপযোগী পদক্ষেপ সমৃদ্ধ বাংলাদেশ গঠনে যুগান্তকারী ভূমিকা পালন করবে। একইসঙ্গে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করে নতুন নতুন উদ্যোক্তা তৈরি ও ব্যবসা-বাণিজ্যের উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ ও ক্রমান্বয়ে উন্নত দেশে উন্নীত করার পথে ভূমিকা রাখায় ইসলামী ব্যাংক পরিচালনা পর্ষদকেও সাধুবাদ জানান। চিটাগাং চেম্বার সভাপতি তার বক্তব্যে আগামী অর্থবছরে ৭ দশমিক ৮ শতাংশ জিডিপি অর্জন ও কাক্সিক্ষত বিনিয়োগ বৃদ্ধিতে এ ধরনের প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে অভিমত ব্যক্ত করেন।
×