ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভিএফএস থ্রেড ডাইংয়ের আইপিও আবেদন শুরু ২৪ জুন

প্রকাশিত: ০৫:২৮, ২০ জুন ২০১৮

   ভিএফএস থ্রেড ডাইংয়ের আইপিও আবেদন শুরু  ২৪ জুন

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া ভিএফএস থ্রেড ডাইং লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদন গ্রহণ আগামী ২৪ জুন শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জান গেছে। জানা গেছে, কোম্পানির আইপিওতে ২৪ জুন আবেদন শুরু হয়ে শেষ হবে আগামী ২ জুলাই। কোম্পানিটি শেয়ারবাজারে ২ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে ২২ কোটি টাকা উত্তোলন করবে। এজন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। একজন বিনিয়োগকারীকে এক লট শেয়ারের জন্য পাঁচ হাজার টাকা জমা দিতে হবে। শেয়ারবাজার থেকে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি প্লান্ট ও মেশিনারিজ ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খাতে ব্যয় করবে। কোম্পানিটির ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরের আর্থিক বিবরণী অনুযায়ী পুনর্মূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯.৯০ টাকা এবং শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ভারিত গড় হারে ২.২০ টাকা। উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সিটিজেন সিকিউরিটিজ এ্যান্ড ইনভেস্টমেন্ট ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ক্যাপিটাল এ্যান্ড ইনভেস্টমেন্ট।
×