ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে আড়াই মাসে সর্বোচ্চ লেনদেন

প্রকাশিত: ০৫:২৭, ২০ জুন ২০১৮

পুঁজিবাজারে আড়াই মাসে সর্বোচ্চ লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। মঙ্গলবার ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে। এদিন ডিএসইতে ৬৩৫ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন। এর আগে গত ১০ এপ্রিল ডিএসইতে ৭১০ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৬৩৫ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৪৯ কোটি ৮৮ লাখ টাকা বেশি। সোমবার ডিএসইতে ৪৮৫ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৪০ কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৫টির, কমেছে ১৪৪টির। আর অপরিবর্তিত রয়েছে ৫১ কোম্পানির শেয়ার দর। ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৪৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৪০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৯৪২ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো- আলিফ ইন্ডাস্ট্রিজ, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, ফার্মা এইড, ইউনাইটেড পাওয়ার, মুন্নু সিরামিক, বেক্সিমকো, গ্রামীণফোন, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, লিগ্যাসি ফুটওয়্যার ও প্যারামাউন্ট টেক্সটাইল। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো- ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, বিডি অটোকার, মুন্নু সিরামিক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এশিয়া ইন্স্যুরেন্স, বিএসআরএম লিমিটেড, ড্রাগন সোয়েটার, মুন্নু স্টাফলার ও কেডিএস এক্সেসরিজ। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো- ঝিল বাংলা সুগার, এমবে ফার্মা, এপেক্স ফুড, কোহিনূর কেমিক্যাল, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, শ্যামপুর সুগার, সোনারগাঁও টেক্সটাইল, প্রগতি লাইফ, বার্জার পেইন্ট ও জেএমআই সিরিঞ্জ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৬ কোটি ১৩ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৪৮১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২১৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির শেয়ার দর।
×