ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাঙ্গামাটিতে তিন গ্রামবাসীকে সশস্ত্র সন্ত্রাসীদের অপহরণ

প্রকাশিত: ০৫:০৩, ২০ জুন ২০১৮

 রাঙ্গামাটিতে তিন  গ্রামবাসীকে সশস্ত্র  সন্ত্রাসীদের অপহরণ

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি ১৯ জুন ॥ প্রতিপক্ষের ব্রাশ ফায়ারে যুব সংহতি সমিতির নেতা সুরেন বিকাশ চাকমা নিহত হওয়ার ২ দিনের মাথায় রাঙ্গামাটি পার্বত্য জেলার নানিয়াচর উপজেলার সাবেক্ষং ইউনিয়নের নিরীহ তিন গ্রামবাসীকে মঙ্গলবার সকালে নানিয়াচরের পার্শ্ববর্তী খাগড়াছড়ির মহালছড়ি বাজার থেকে অপহরণ করে নিয়ে গেছে। অপহৃতরা হলোÑ উৎপল চাকমা (৪০) পূর্ণ বরণ চাকমা (৫০) ও রিকেল চাকমা (৩২) এই তিন গ্রামবাসীকে প্রকাশ্যে বাজার থেকে অপহরণ করা হয়েছে বলে ইউপিডিএফ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়। ইউপিডিএফ দাবি করে এসব গ্রামবাসীর কাছে ৫শ’ টাকা করে চাঁদা দাবি করে না পেয়ে জেএসএস লারমা গ্রুপের সন্ত্রাসীরা এদেরকে অপহরণ করে নিয়ে গেছে। সুরেনসহ জেএসএস লারমার ৩ জন নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এদেরকে অপহরণ করেছে বলে ভিন্ন একটি সূত্র দাবি করেছে। এদিকে সুরেন চাকমার হত্যার ঘটনায় তার স্ত্রী বাসন্তী চাকমা বাদী হয়ে ইউপিডিএফ নেতা প্রসিত খিসাকে ১নং আসামি করে ৩২ জনের বিরুদ্ধে বাঘাইছড়ি থানায় সোমবার বিকেলে একটি মামলা দায়ের করেছে। এই হত্যাকা-ের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ অরুন চাকমা (৩০), উন্নতি চাকমা (১৮), পেলেন চাকমা (২০) ও আলাল চাকমাকে (৩৬) আটক করেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের সশস্ত্র আঞ্চলিক দল ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ), গণতান্ত্রিক ইউপিডিএফ ও জনসংহতি সমিতি (লারমা) গ্রুপের মধ্যে প্রতিনিয়ত হামলা পাল্টা হামলা, অপহরণ ও গোলাগুলি ঘটনা ঘটছে। এই নিয়ে পাহাড়ের নিরীহ মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছে।
×