ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সংসদে ব্যারিস্টার আনিসুল

জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডে বরাদ্দযোগ্য অর্থের স্থিতি নেই

প্রকাশিত: ০৫:০২, ২০ জুন ২০১৮

 জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডে বরাদ্দযোগ্য অর্থের স্থিতি নেই

সংসদ রিপোর্টার ॥ পরিবেশ বন ও জলবায়ুমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ জানিয়েছেন, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নের প্রকল্প গ্রহণের বিষয়টি প্রকল্পের কার্যক্রম সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওপর নির্ভর করে। তবে বর্তমানে এ ফান্ডে বরাদ্দযোগ্য অর্থের স্থিতি নেই। মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে এ সংক্রান্ত লিখিত প্রশ্নটি উত্থাপন করেন ওয়ার্কার্স পার্টির সদস্য হাজেরা খাতুন। লিখিত জবাবে মন্ত্রী আরও জানান, জলবায়ু পরিবর্তন ট্রান্ট ফান্ডে এ পর্যন্ত মোট রাজস্ব বাজেট হতে ৩ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় জলবায়ু পরিবর্তন ট্রাস্টি বোর্ড কর্তৃক ২০০৯ থেকে ২০১৮ সালের মে মাস পর্যন্ত ২ হাজার ৮৮৯ কোটি ২০ লাখ ২৯ হাজার কোটি টাকা ব্যয়ে ৫৬২টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ২৫৯টি প্রকল্প সমাপ্ত হয়েছে। জলবায়ু মন্ত্রী জানান, জলবায়ু ট্রাস্ট তহবিল পরিচালনার জন্য আইনী বিধান অনুযায়ী ১৭ সদস্যের উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে এবং ট্রাস্টি বোর্ডকে সহায়তার জন্য ১৩ সদস্য বিশিষ্ট একটি সহায়তা কমিটি তৈরি করা হয়েছে। তিনি আরও জানান, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও ঝুঁকি নিরূপণের জন্য ‘এসেসমেন্ট অব সি লেবেল রাইজ এ্যান্ড ভার্নাবিলিটি ইন দি কোস্টাল জোন অব বাংলাদেশ থ্রু টেন্ড এনালাইসিস’ শীর্ষক গবেষণা প্রকল্প চলমান রয়েছে। এছাড়া আন্তর্জাতিক পর্যায়ের অনেকগুলো প্রকল্প সহায়তাও কার্যকরী রয়েছে বলেও জানান তিনি। একই প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বন অধিদফতরের অধীনে মোট ২৫টি প্রকল্প বাস্তবায়ন হয়েছে। বর্তমানে ১৯টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এর মাধ্যমে ১৮ হাজার ৬৯৭ হেক্টর ব্লক বাগান, ২ হাজার ৭১৭ কিলোমিটার স্ট্রিপ বাগান, বিক্রয় ও বিতরণসহ অন্যান্য ৫ কোটি ৯০ লাখ ১৩ হাজারটি চারা রোপণ করা হয়েছে। আর জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বনজদ্রব্য থেকে রাজস্ব আয়ের পরিবর্তে অভিযোজন, প্রশমন ও বনে প্রকৃতি পর্যটন শিল্পের প্রসারের উদ্যোগ নেয়া হয়েছে। সরকারী দলের সদস্য নুরুন্নবী চৌধুরীর এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশের মোট বনভূমির পরিমাণ প্রায় ২৬ লাখ হেক্টর। যা দেশের মোট আয়তনের ১৭ দশমিক ৬২ শতাংশ। এর মধ্যে এ যাবত ২ লাখ ৬৮ হাজার একর সরকারী বনভূমি বেদখলে রয়েছে।
×