ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খালেদার মুক্তি ও সুচিকিৎসা দাবিতে কাল বিএনপির বিক্ষোভ

প্রকাশিত: ০৪:৫৬, ২০ জুন ২০১৮

  খালেদার মুক্তি ও  সুচিকিৎসা  দাবিতে কাল  বিএনপির  বিক্ষোভ

স্টাফ রিপোর্টার ॥ কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচী পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। মঙ্গলবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচী ঘোষণা করেন। বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী বলেন, অবিলম্বে খালেদা জিয়াকে তার পছন্দের হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করুন। তা না হলে খালেদা জিয়ার কোন ক্ষতি হলে সরকারকে অনেক বেশি ড্যামারেজ দিতে হবে। সরকারকে বলতে চাই, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। রিজভী বলেন, সরকার খালেদা জিয়াকে হাতের মুঠোয় রাখতে সম্মিলিত সামরিক হাসপাতালের বাইরে চিকিৎসার ব্যবস্থা করাতে চায় না। খালেদা জিয়া আগে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে এখনও সেখানে চিকিৎসা করাতে চান। তিনি বলেন, অবিলম্বে খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করে সুচিকিৎসা দিতে হবে। এ ছাড়া খালেদা জিয়াকে মুক্তিও দিতে হবে। এ দাবি আদায়ে বৃহস্পতিবার রাজধানীসহ দেশের সব মহানগর ও জেলা সদরে বিএনপি বিক্ষোভ সমাবেশ করবে। তবে সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকা এ কর্মসূচীর বাইরে থাকবে। রিজভী বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে শুধু অন্যায়ভাবে সাজাই দেয়া হয়নি, এখন তার ওপর চলছে নানা কায়দায় অমানবিক ও নিষ্ঠুর নির্যাতন। তার শারীরিক অসুস্থতা গুরুতর হওয়ার পরও তার যেন যথাযথ চিকিৎসা না হয়, তার জন্য সরকার এমন কোন ফন্দি নেই যা আঁটছে না। আমরা এর নিন্দা জানাচ্ছি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমেদ আজম খান, ডাঃ এজেডএম জাহিদ হোসেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ। আজ ২০ দলীয় জোটের বৈঠক ॥ আজ বুধবার বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক। বেলা ১১টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে জোটের শীর্ষ নেতারা অংশ নেবেন। বৈঠকে আসন্ন চার সিটি কর্পোরেশন নির্বাচন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আন্দোলন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও পরবর্তী করণীয় ঠিক করা হবে বলে জানা গেছে। তিন সিটি কর্পোরেশন নির্বাচনে আজ বিএনপির মনোনয়নপত্র বিক্রি ॥ রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আজ বুধবার মনোনয়নপত্র বিক্রি করবে বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১০ হাজার টাকার বিনিময়ে মেয়র পদে মনোনয়নপত্র বিক্রি করা হবে। আর পরদিন বৃহস্পতিবার আরও ২৫ হাজার টাকা জামানতসহ মনোনয়নপত্র জমা দিতে হবে। আর যারা মনোনয়নপত্র ক্রয় করবেন তাদের সাক্ষাতকার নিয়ে পরবর্তীতে তিন সিটি কর্পোরেশনের প্রার্থী চূড়ান্ত করা হবে।
×