ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওয়ান ইলেভেনের কুশীলবদের নিয়ে বিএনপি সক্রিয় ॥ ও. কাদের

প্রকাশিত: ০৪:৫৪, ২০ জুন ২০১৮

  ওয়ান ইলেভেনের কুশীলবদের নিয়ে বিএনপি সক্রিয় ॥  ও. কাদের

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ওয়ান ইলেভেনের কুশীলবদের নিয়ে বিএনপির এবার সক্রিয়। তারা মনে করছে, আমরা জানি না। সব খবরই আমাদের জানা আছে। তবে এবারও কোন ষড়যন্ত্র টিকবে না। দেশের জনগণ সব ষড়যন্ত্র প্রতিহত করবে। আর আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা, তা নিয়ে আমাদের কোন মাথাব্যথা নেই। বিএনপির নির্বাচনে আসার পথে আওয়ামী লীগ কোন বাধা নয়। মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে যৌথসভা শেষে ব্রিফিংকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন। ওয়ান ইলেভেনের কুশীলবরা এবার সক্রিয় হয়েছে, এ ব্যাপারে আওয়ামী লীগ কী ভাবছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কথা তো থাকতেই পারে, থাইল্যান্ডের বৈঠক। আরও অনেক জায়গায় তারা (বিএনপি) ঘুরে বেড়াচ্ছে। ঢাকাতেও এখানে-ওখানে গভীর রাতে বৈঠক চলছে। কিন্তু এসব করে কোন লাভ হবে না। গত নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করার বিষয়ে আরেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এটা কি আওয়ামী লীগের দোষ? শেখ হাসিনার দোষ? তারা (বিএনপি) নিজেরা সবকিছু উপেক্ষা করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। তারা নির্বাচন থেকে সরে গেলে দেশের সাংবিধানিক ধারাকে তো আমরা জলাঞ্জলি দিতে পারি না। এটাই হচ্ছে বাস্তবতা। তিনি আরও বলেন, বিএনপির নেতারা নির্বাচনী এলাকায় না গিয়ে বিদেশে গিয়ে ধর্ণা দিচ্ছে। নালিশ করছে, কূটনীতিকদের কাছে যাচ্ছে। এটা তাদের রাজনৈতিক দেউলিয়াপনা ছাড়া আর কিছুই না। ওবায়দুল কাদের জানান, যৌথ সভায় আগামী ২৩ জুন সাড়ে দশটায় দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন এবং ২১ জুলাই শনিবার ঐতিহাসিক উদ্যানে বিকেল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণ সংবর্ধনার বিষয়ে আলোচনা হয়েছে। এর আগে ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধাররণ সম্পাদক ডাঃ দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, একেএম এনামুল হক শামীম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস প্রমুখসহ সহযোগী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতারা। আ’লীগ কার্যালয়ে জার্মান রাষ্ট্রদূত ॥ আওয়ামী লীগের আন্তর্জাতিক উপ-কমিটির আমন্ত্রণে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত মি. থমাস প্রিনজ মঙ্গলবার বিকেল ৪টায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির ধানম-ি রাজনৈতিক কার্যালয় পরিদর্শন করেন। আওয়ামী লীগের পক্ষে যুগ্ম-সাধারণ সম্পাদক ডাঃ দীপু মণি এমপি, আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান এ্যাম্বাসেডর মোহাম্মদ জমির, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জার্মান রাষ্ট্রদূতকে আওয়ামী লীগ কার্যালয়ে স্বাগত জানান। পরবর্তীতে থমাস প্রিনজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি’র সঙ্গে আলোচনায় মিলিত হন। এ সময় বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয় এবং বিভিন্ন বিষয়ে জার্মান রাষ্ট্রদূত তার মতামত তুলে ধরেন। জার্মান রাষ্ট্রদূত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা-ের ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশের ফুটবল ভক্তদের শুভেচ্ছা জানান।
×