ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রতিবাদে দন্ডরদ

প্রকাশিত: ০৪:৩২, ১৯ জুন ২০১৮

প্রতিবাদে দন্ডরদ

বুলগেরিয়ার ছোট্ট গ্রাম কোপিলোভতসির রাইনা জর্জিভার গরু পেনকা ঘাস খেতে খেতে দেশের সীমানা পেরিয়ে সার্বিয়ার ঢুকে পড়ে। গর্ভবতী গরুটির খোঁজ পেয়ে সার্বিয়া প্রশাসন যোগাযোগ করে বুলগেরিয়ার সঙ্গে। দুই সপ্তাহের মধ্যে নিজে দেশে ফেরত যায় পেনকা। তবে ইউরোপীয় ইউনিয়নের আইন অনুযায়ী কাঠগড়ায় দাঁড় করায় বুলগেরিয়া। আইন ভাঙ্গার অপরাধে মৃত্যুদন্ড দেয়া হয়। পরে পশু অধিকারকর্মীরা সোচ্চার হওয়ায় প্রাণে বাঁচে গরুটি -পলিটিকো
×