ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানে বোমা হামলায় নিহত ৪৬

প্রকাশিত: ০৪:৩১, ১৯ জুন ২০১৮

 আফগানিস্তানে বোমা হামলায় নিহত ৪৬

আফগানিস্তানের নানগারহার প্রদেশে একদিনের ব্যবধানে পরপর দুইটি বোমা হামলা ঈদ-উল-ফিতর উপলক্ষে সরকার ও তালেবানের যুদ্ধবিরতির আনন্দ বিষাদে পরিণত হয়েছে। রবিবার নানগারহার প্রদেশে গবর্নরের কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে। এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি। এর মাত্র কয়েকঘণ্টা আগে শনিবার নগরীর অন্য একটি জায়গায় গাড়ি বোমা হামলায় ৩৬ জন নিহত হয়। ওই হামলায় হতাহতদের বেশির ভাগই আফগান সেনাবাহিনী এবং তালেবান যোদ্ধা। ইসলামিক স্টেট (আইএস) শনিবারের হামলার দায় স্বীকার করেছে। ঈদ-উল-ফিতর উপলক্ষে তালেবান ঘোষিত তিন দিনের যুদ্ধ বিরতিতে দলটির যোদ্ধারা শহরে আসেন এবং সেনাদের সঙ্গে কোলাকুলি করে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
×