ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিআইএ’র সাবেক কর্মকর্তার অভিমত

মার্কিন পতাকার পাশে উত্তর কোরিয়ার পতাকা বেমানন

প্রকাশিত: ০৪:২৯, ১৯ জুন ২০১৮

মার্কিন পতাকার পাশে উত্তর কোরিয়ার পতাকা বেমানন

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সিঙ্গাপুরে প্রথমবারের মতো মুখোমুখি বসে বৈঠক করার পর সিআইএয়ের এক সাবেক চীফ অব স্টাফ সম্প্রতি বলেছেন, মার্কিন পতাকার পাশে স্বৈরশাসনাধীন এক দেশের পতাকা দেখা অত্যন্ত বিরক্তিকর। নিউজ উইক। সাবেক চীফ অব স্টাফ জেরেমি ব্যাশ এমএসএনবিসিতে বলেন, শীর্ষ বৈঠকটি আমেরিকান প্রেসিডেন্টের জন্য কোন গৌরবের বিষয় নয়। কিন্তু পিয়ংইয়ংয়ের জন্য বরং এক বিজয়। তিনি বলেন, এ শীর্ষ বৈঠক কিম জং উনের জন্য এক বড় শ্লার্ঘ্য। সত্যিকারভাবে, সেই করর্মদনের জন্য প্রেক্ষাপট হিসেবে উত্তর কোরীয় পতাকার পাশে আমেরিকান পতাকা দেখার দৃশ্য বস্তুত রূঢ়, অরুচিকর ও অমানানসই। সত্যিকারভাবেই আমি বলব, বিষয়টা কিছুটা তো বিরক্তিকর। এটা সত্যিকারভাবে মার্কিন পতাকার এক অবমূল্যায়ন।
×