ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাবেক ও বর্তমান ফার্স্টলেডির সমালোচনা

প্রকাশিত: ০৪:২৯, ১৯ জুন ২০১৮

সাবেক ও বর্তমান ফার্স্টলেডির সমালোচনা

সাবেক মার্কিন ফার্স্টলেডি লারা বুশ ও বর্তমান ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প রবিবার মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা অভিবাসী মা-বাবার কাছ থেকে শিশুদের বিচ্ছিন্নকরণ নীতির সমালোচনা করেছেন। ফার্স্টলেডির মুখপাত্র জানিয়েছেন, মেলানিয়া ট্রাম্প বিশ্বাস করেন তাদের এমন একটি দেশ প্রয়োজন যেখানে সব আইন অনুসরণ করা হবে। তবে অবশ্যই দেশের সরকারকে মন দিয়ে শাসন করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত জিরো টলারেন্স নীতি নিয়ে ক্রমবর্ধমান বিতর্কের মধ্যে ফার্স্টলেডি এমন মন্তব্য করলেন। মেলানিয়া ট্রাম্পের এ ধরনের বক্তব্য খুবই বিরল। তিনি বলেন, শিশুদের তাদের পরিবার থেকে পৃথক করা দেখতে ঘৃণা হয়। আশা করি (কংগ্রেসের রিপাবলিকান ও ডেমোক্র্যাট দল) উভয় পক্ষই একযোগে অভিবাসী আইন সংস্কার করতে সফল হবেন। যদিও ট্রাম্প আইনটিকে ডেমোক্র্যাটদের দেয়া বলে দায় চাপিয়েছেন। এটি স্পষ্ট নয় য়ে তিনি কোন আইনটির কথা উল্লেখ করেছেন। শনিবার এক টুইটে তিনি ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের একযোগে নতুন আইন প্রণয়নে কাজ করার কথা বলেছেন। সমালোচকরা উল্লেখ করেছেন যে, মা-বাবার কাছ থেকে শিশুদের আলাদা করে তাদের আটক কেন্দ্রগুলোতে রাখার জন্য কংগ্রেসের কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন নেই। এই নীতির জন্যই রিপাবলিকানরা বিভক্ত হয়ে আছেন। নীতির বিরোধিতাকারীরা বলছেন যে, শিশুদের নিয়মিতই তাদের মা-বাবার কাছ থেকে আলাদা করা হচ্ছে। মা-বাবাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হলেও শিশুরা নিরপরাধ। শিশুদের অতিরিক্ত আটক কেন্দ্রগুলোতে রাখা হচ্ছে।
×