ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সহিংসতা না করার শপথ

প্রকাশিত: ০৪:১৮, ১৯ জুন ২০১৮

সহিংসতা না করার শপথ

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ উলিপুরে সহিংসতা প্রতিরোধ ও শান্তি-সম্প্রীতির লক্ষ্যে রাজনৈতিক নেতৃবৃন্দ হাত উঠিয়ে শপথ নিলেন। সোমবার দুপুরে পিস প্রেসার গ্রুপের আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় উলিপুর বণিক সমিতি সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সুজন সভাপতি সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা। বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিঞা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক এম এ মতিন, উলিপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ দেবব্রত রায়, অধ্যাপক ফিরোজ আলম, জাহাঙ্গীর আলম সরদার প্রমুখ। বক্তরা আগামীতে স্থানীয় সরকারের নির্বাচনসহ জাতীয় নির্বাচনে সহিংসতা না করার অঙ্গীকার করেন।
×