ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফিরতি পথে লঞ্চে অতিরিক্ত যাত্রী নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা ॥ নৌমন্ত্রী

প্রকাশিত: ০৪:১৭, ১৯ জুন ২০১৮

ফিরতি পথে লঞ্চে  অতিরিক্ত যাত্রী  নিয়ন্ত্রণে কঠোর  ব্যবস্থা ॥  নৌমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৮ জুন ॥ নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, ‘ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করছে দক্ষিণাঞ্চলের যাত্রীরা। এতে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে কাঁঠালবাড়ি ঘাটের নৌযানে অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। তবে লঞ্চে অতিরিক্ত যাত্রী বোঝাই নিয়ন্ত্রণে ঘাট এলাকায় ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। অন্য বারের চেয়ে এবার আরও বেশি কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। সোমবার দুপুরে শিবচরের কাঁঠালবাড়ি ঘাট পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, পুলিশ, র‌্যাব, ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সব দফতরের সম্মিলিত প্রচেষ্টায় ঈদে ঘরমুখো মানুষেরা নির্বিঘ্নে ঘরে পৌঁছাতে পেরেছেন। আবার কর্মস্থলে ফিরতেও ঘাট এলাকায় যেন কোন সমস্যার সৃষ্টি না হয় সেদিকেও আমাদের কঠোর দৃষ্টি রয়েছে।
×