ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কলেজ ছাত্রছাত্রীসহ ১৩ খুন

প্রকাশিত: ০৪:১৪, ১৯ জুন ২০১৮

কলেজ ছাত্রছাত্রীসহ ১৩ খুন

সিলেট ঈদের রাত সাড়ে ১০টায় নগরীর শিবগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক কলেজছাত্র খুন হয়েছে। নিহত তাহমিন আহমদ (১৬) নগরীর সোনারপাড়া এলাকার বাসিন্দা মজিবুর রহমানের ছেলে। জানা যায় রাতে রাস্তার পাশে একদল যুবক তাহমিনের গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। উপর্যুপরি ছুরিকাঘাতে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাহমিনকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। নিহত যুবক স্কলার্সহোম কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। এই হামলা পূর্বপরিকল্পিত বলে ধারণা করছে পুলিশ। হত্যার ঘটনায় সন্দেহভাজন ২ জনকে আটক করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে আটটার দিকে নগরীর টিলাগড় থেকে ফয়েজ নামের এক যুবককে আটক করা হয়। আটক ফয়েজ নগরীর টিলাগড়স্থ বটেরতল এলাকার বাসিন্দা। এর আগে ঘটনার পরই জিজ্ঞাসাবাদের জন্য নিহত তাহমিনের বন্ধু রাফাত হোসেনকে শনিবার রাতেই পুলিশী হেফাজতে নেয়া হয়েছে। . চট্টগ্রাম নগরীর চট্টেশ্বরী মোড় এলাকায় গাড়ির হর্ন দেয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে মোঃ অনিক (২৬) নামে এক গাড়ি চালকের। গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। সোমবার এ ব্যাপারে ১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন তার পিতা। পুলিশ হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা করছে। জানা যায়, নিহত অনিক চট্টেশ্বরী এলাকার নাছির উদ্দিনের পুত্র। ওই এলাকায় গাড়ির হর্ন দেয়াকে কেন্দ্র করে যুবককে কথা কাটাকাটির এক পর্যায়ে যুবককে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। . ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর গোয়ালপাড়া এলাকায় মামা বীরেনের (৫৫) হাতে ভাগ্নে ধরণী (৪৮) খুন হয়েছে। ঈদের আগেরদিন শুক্রবার সকালে বীরেনের রহিমানপুর গোয়ালপাড়া এলাকায় নিজ বাসায় এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, ওইদিন সকালে বীরেনের জামাই ও মেয়ের সঙ্গে ভাগ্নে ধরণীর কথা কাটাকাটি হয়। এ কারণে বীরেন তার ভাগ্নের উপর রেগে গিয়ে ভাগ্নেকে বাড়িতে ডেকে নিয়ে বেধড়ক মারপিট করে গুরুত্বর আহত করে। এ সময় ধরণী অচেতন হয়ে পড়লে এলাকাবাসী তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক ধরণীকে রংপুরে রেফার্ড করে। রংপুর নেয়ার পথে ভাগ্নে ধরণী মারা যান। . বাগেরহাট মোরেলগঞ্জ উপজেলায় মোকলেছ হাওলাদার (৫৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। অপরদিকে মোংলা উপজেলায় ছিনতাইকারীদের গতিরোধ করতে গিয়ে হামলায় আজিজুল ইসলাম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। মোরেলগঞ্জে চরহোগলাবুনিয়া গ্রামে নিজ বাড়ির পাশে রবিবার দুপুরে কৃষক মোকলেছ হাওলাদারকে তার ভাইরা জমিসক্রান্ত বিরোধে পিটিয়ে গুরুতর আহত করে। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর বিকেলে তিনি মারা যান। মোংলার দ্বিগরাজ এলাকায় পুলিশ পরিচয়ে শনিবার রাতে ছিনতাই করে মোটরসাইকেলে পালাবার সময় ৩ ছিনতাইকরীর গতিরোধ করলে তাদের হাতে গুরুতর আহত আজিজুল চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে মারা গেছেন। . গাজীপুর ঈদে শ্বশুরবাড়ি বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজের একদিন পর সোমবার শ্রীপুরের এক ব্যবসায়ীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম নজরুল ইসলাম (৪০)। তিনি শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি (দেওচালা) গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। নজরুল বিভিন্ন এলাকা থেকে গাছ (কাঠ) কিনে সেগুলো স্থানীয় এমসি বাজারে বিক্রি করত। নিহতের ভাতিজা জসীম উদ্দিন জানান, ঈদ উপলক্ষে শনিবার পরিবারের সদস্যদের নিয়ে পাশের লোহাই (ডোমবাড়িচালা) গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে যায় নজরুল। সেখানে নজরুল তার চাচাত শ্যালক আলীম উদ্দিনের ছেলে মোক্তার হোসেনের কাছে পাওনা ৮০ হাজার টাকা চায়। কিন্তু টাকা পরিশোধ না করায় মোক্তারের সঙ্গে নজরুলের বাগ্বিতন্ডা হয়। বেড়ানো শেষে রাতে স্ত্রী সন্তানদের শ্বশুর বাড়িতে রেখে নজরুল তার শ্যালক মোক্তার হোসেনের সঙ্গে মোটরসাইকেলে চড়ে বাড়ির উদ্দেশে রাতে রওনা হয়। কিন্তু নজরুল রাতে বাড়ি ফিরেনি। . সাভার পৃথক ঘটনায় সাভারে এক কলেজছাত্রীসহ দু’জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে সাভার মডেল থানাধীন জয়নাবাড়ি ও রবিবার দুপুরে আমিনবাজারের তুরাগ নদ থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত কলেজছাত্রী ওই এলাকার হযরত আলীর মেয়ে। জানা গেছে, এদিন সকালে হেমায়েতপুরের জয়নাবাড়ি উত্তরপাড়া এলাকায় বাড়ির একটি কক্ষে আঁড়ার সাঝে ঝুলন্তাবস্থায় সাভার থানা রোডস্থ মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা কলেজের ছাত্রী রোকসানা আক্তার রত্না (১৮)’র লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। অপরদিকে, রবিবার দুপুরে আমিনবাজারের তুরাগ নদে হাত-পা বাঁধাবস্থায় অজ্ঞাত (২০) এক যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। . নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জে ৬ মাস বয়সী অজ্ঞাত এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। ঈদের দিন শনিবার সকালে আঁটি এলাকার একটি মাছের খামার থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে সিদ্ধিরগঞ্জের আঁটি এলাকার পুকুরে ওই শিশুর লাশ ভাসতে দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ওই শিশুর লাশ উদ্ধার করে। . মাদারীপুর অপহরণের ২ দিন পর শিবচরের এক মোটরসাইকেল চালকের লাশ সকালে পদ্মা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ মাদক ও পটকা বিক্রিতে বাধা দেয়ায় এ ঘটনা ঘটে। জানা গেছে, শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের তোতা বেপারিকান্দি গ্রামের আনোয়ার বেপারির সঙ্গে একই এলাকার মনির ফকিরের বিরোধ চলছিল। ঈদের সময় পটকা বিক্রিকে কেন্দ্র করে বিরোধ চরম আকার ধারণ করে। কয়েকদিন আগে মনিরকে পুলিশ আটক করা নিয়ে আনোয়ারের উপর ক্ষুব্ধ হয় সে। এ ঘটনার জের ধরে বুধবার রাতে মধ্যরাতে আনোয়ারকে কৌশলে মোবাইলে ফোন করে ডেকে নেয় মনির। এরপর থেকে নিখোঁজ ছিল আনোয়ার। বৃহস্পতিবার পদ্মা নদীর একটি চর থেকে আনোয়ারের মোটরসাইকেলসহ ৪ মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। শুক্রবার সকালে আনোয়ারের মৃতদেহ পদ্মা নদীর মুন্সীগঞ্জের লৌহজংয়ের চায়না প্রজেক্টের কাছ থেকে উদ্ধার করা হয়। . টঙ্গী শুক্রবার গভীর রাতে টঙ্গীর মেঘনা রোডে ডেসটিনি গ্রুপের প্রস্তাবিত মেডিক্যাল কলেজ হাসপাতালের এক নিরাপত্তা কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার নাম আবু সাঈদ (৩৪)। পিতার নাম শহিদুর রহমান। দেশের বাড়ি দিনাজপুর জেলার দুর্গাপুরে। নিহতের সহকর্মীর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। টঙ্গী থানা পুলিশের এসআই চন্দন দে ও স্থানীয়রা জানান, আবু সাঈদ টঙ্গীতে প্রস্তাবিত ডেসটিনি মেডিক্যাল কলেজ হাসপাতালের জমিতে থাকা একটি পরিত্যক্ত কক্ষে থাকতেন। রাতে তিনি সেখানে ঘুমিয়ে ছিলেন। তার সঙ্গে একই স্থানে আরিফ হোসেন নামে আরেক নিরাপত্তাকর্মী ছিলেন। রাতে তিনিও সেখানে ঘুমিয়ে ছিলেন। পুলিশের ধারণা, ঈদের আগের রাতে ধারালো দা দিয়ে কুপিয়ে আবু সাইদকে হত্যা করা হয়। সহকর্মী আরিফ ঘটনার পর থেকে পলাতক। . ঝালকাঠি পৃথক ২টি ঘটনায় ২ যুবককে হত্যা করা হয়েছে। ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের রমানাথপুর গ্রামের মেহেদী হাসান মজুমদারকে (২৫) প্রতিপক্ষরা কুপিয়ে হত্যা করেছে। রবিবার দুপুর সাড়ে ১২টায় গ্রামের বাড়িতে বসে প্রতিপক্ষ হাসান সরদারের সঙ্গে জমি জমা নিয়ে পূর্ব বিরোধের সূত্র ধরে তর্কাতর্কির একপর্যায় মেহেদী হাসানকে আঘাত করা হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হলে ঝালকাঠি সদর হাসপাতালের কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মেহেদী হাসান এই গ্রামের দুলাল মজুমদারের পুত্র। রাজাপুর উপজেলার ভাতকাঠী গ্রামে সবুজ হাওলাদার (২৫) ৮ ঘণ্টা নিখোঁজ থাকার পরে রবিবার সকালে বাড়ির পাশে বাগানের মধ্যে একটি ডোবা থেকে মৃতদেহ উদ্ধার হয়। নিহতর শরীরে মারধর এবং গলায় ফাঁস লাগিয়ে হত্যা চিহ্ন ছিল।
×