ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে হামলায় নিহত ১ আহত ৪

প্রকাশিত: ০৪:১০, ১৯ জুন ২০১৮

জামালপুরে জমি নিয়ে  বিরোধের জেরে হামলায় নিহত ১ আহত ৪

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ১৮ জুন ॥ সদরের শাহবাজপুর ইউনিয়নে জমির বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত সবুজ মিয়া রবিবার রাতে মারা গেছেন। হামলায় চারজন আহত হন। রবিবার সকালে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে জড়িত একজন নারীকে আটক করেছে পুলিশ। জানা গেছে, শাহবাজপুর ইউনিয়নের শাউনিয়া জিগাতলা গ্রামের সবুজ মিয়া (৩০) সঙ্গে প্রতিবেশী লাল চানদের জমির বিরোধ রয়েছে। এর জের ধরে রবিবার বেলা ১১টার দিকে লাল চান ও তার লোকজনরা সবুজ মিয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীদের লাঠির পিটুনিতে সবুজ মিয়া, তার মা হাজেরা বেগম, স্ত্রী রূপালি বেগম, চাচাতো ভাই খোকন ও প্রতিবেশী খোদেজা বেগম আহত হন। তাদের মধ্যে সবুজ মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতাল থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। রাতেই তাকে সেখান থেকে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। . বাগেরহাট স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, শরণখোলায় পূর্ব শত্রুতার জের ধরে এক দিনমজুরের বসত বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট চালানো হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র, লোহার রড দিয়ে দিনমজুর আঃ ছালাম খান তার বৃদ্ধ পিতা কাঞ্চন আলী খান ও ভইপো কামাল খানকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে। খবর পেয়ে শরণখোলা থানা পুলিশ একই দিন দুপুরে ওই এলাকায় পৌঁছলে আহতরা প্রাণে রক্ষা পায়। . মাদারীপুর নিজস্ব সংবাদদাতা মাদারীপুর থেকে জানান, শিবচরে বহেরাতলা দক্ষিণ ইউনিয়নে পূর্বের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের উপর সন্ত্রাসী হামলা করে বাড়িঘর ভাংচুর চালিয়েছে ইউনিয়নের চেয়ারম্যানের ছোট ভাই সাইদুল খালাসীসহ একদল দুর্বৃত্ত। এ ঘটনায় ১০ জন আহত হয়েছে। তবে ইউপি চেয়ারম্যানের দাবি তার ও তার ভাইয়ের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।
×