ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সৈয়দপুরে ঈদগাহে কোলাকুলির বদলে লাঠালাঠি

প্রকাশিত: ০৪:০৯, ১৯ জুন ২০১৮

   সৈয়দপুরে ঈদগাহে কোলাকুলির বদলে লাঠালাঠি

সংবাদদাতা, সৈয়দপুর, নীলফামারী, ১৮ জুন ॥ সৈয়দপুরে ঈদগাহ ময়দানে কোলাকুলির পরিবর্তে লাঠালাঠির ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের লাঠির আঘাতে আজগার আলী শাহ্ (৭৫) নামের এক বৃদ্ধ গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার সকাল ১০টায় উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সিপাইগঞ্জ ডাঙ্গাপাড়া ঈদগাহ মাঠে ওই ঘটনা ঘটে। জানা গেছে, ওই এলাকার আজগার আলী শাহ ও অপর দুই ভাই মিলে স্থানীয় ঈদগাহে ৬ শতক জমি দান করেন। কিন্তু পরবর্তীতে তার ভাই আজাহার আলী শাহ তার অংশের দানকৃত জমি ফেরত নেয় এবং তা ঈদগাহের সম্মুখ অংশে দাবি করে। এ নিয়ে ঈদের নামাজের সময় দাতাপক্ষের মধ্যে কথাকাটাকাটি হয় এবং এক পর্যায়ে লাঠালাঠির ঘটনাটি ঘটে। এতে প্রতিপক্ষের আঘাতে আজগার আলী শাহ গুরুতর আহত হলে এলাকাবাসী তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। তার মাথায় ৭টি সেলাই পড়েছে বলে হাসপাতালটির কর্তৃব্যরত চিকিৎসক জানান।
×