ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এবারের প্রস্তুতি অনেক ভাল ॥ পাউলিনহো

প্রকাশিত: ০৫:০৮, ১৫ জুন ২০১৮

 এবারের প্রস্তুতি অনেক ভাল ॥ পাউলিনহো

রুমেল খান ॥ তার পুরো নামটি বেশ বড়। জোসে পাউলো বেযারা মাসিয়েল জুনিয়র। তবে এই নামে তাকে চেনা খুবই মুশকিল। যদি ছেঁটে-কেটে পাউলিনহো নামে তাকে পরিচয় করিয়ে দেয়া যায়, তাহলে নিশ্চয়ই সবাই এক নিমিষেই চিনে ফেলবেন তাকে। হ্যাঁ, ঠিক ধরেছেন- ব্রাজিল জাতীয় ফুটবল দলের অপরিহার্য ফুটবলার পাউলিনহোর কথাই বলছি। ২৯ বছর বয়সী এবং ৫ ফুট ১১ ইঞ্চি উচ্চতার অধিকারী এই মিডফিল্ডারের দৃঢ়বিশ্বাস- ২০১৪ ফিফা বিশ্বকাপের আগে ব্রাজিল যেমন প্রস্তুতি নিয়েছিল, এবারের বিশ্বকাপের আগে তারচেয়েও অনেক ভাল প্রস্তুতি নিয়েছে ব্রাজিল দল। সাবেক কোচ লুইস ফিলিপ স্কোলারির অধীনে ২০১৪ সালে নিজেদের মাটিতেই বিশ্বকাপ খেলেছিল পাঁচবারের শিরোপাধারী ব্রাজিল। সেই দলে খেলেছিলেন পাউলিনহোও। সেবার সেমিফাইনালে ব্রাজিল ‘সেভেন-আপ’ খ্যাত ম্যাচে জার্মানির কাছে ৭-১ গোলে শোচনীয়ভাবে হেরে যায়। শেষ পর্যন্ত তারা স্থান নির্ধারণী ম্যাচেও কলম্বিয়ার কাছে হেরে অধিকার করেছিল চতুর্থ স্থান। তবে নতুন কোচ টিটের অধীনে গত বছর দুয়েক ধরেই বেশ ভাল ফুটবল খেলছে ব্রাজিল। টানা ২১ ম্যাচ ধরে অপরাজিত আছে তারা। এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করে স্প্যানিশ ক্লাব বার্সিলোনার মিডফিল্ডার পাউলিনহো বলেন, ‘আমাদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। তার কারণ আমাদের এবারের প্রস্তুতি অনেক ভাল হয়েছে। নির্দ্বিধায় বলতে পারি, সেটা আগের আসরের চেয়েও ভাল।’ ব্রাজিল দল এখন বিশ্বকাপ খেলতে অবস্থান করছে রাশিয়ায়। সেখানে তারা ঘাঁটি গেড়েছে কৃষ্ণ সাগর তীরবর্তী শহর সোচিতে। ‘ই’ গ্রুপে আগামী রবিবার তারা নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে সুইজারল্যান্ডের। এরপরের দুটি ম্যাচে সেলেসাওরা মোকাবেলা করবে যথাক্রমে কোস্টারিকা এবং সার্বিয়াকে। ‘ব্রাজিল এখন আগের চেয়ে অনেক পরিণত দল। গত চার বছরে আমরা অনেক কিছু শিখেছি। করেছি অনেক উন্নতিও। গত বিশ্বকাপের ব্যর্থতা আমাদের ভুলে যেতে হবে। এবার আমাদের সামনে সুযোগ এসেছে ষষ্ঠবারের মতো শিরোপা জেতার। কখনও বিশ্বকাপ না খেলা কারুর চেয়ে অনেক সহজ হচ্ছে একবার বিশ্বকাপ খেলার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিশ্বকাপ জেতা। ২০১৪ বিশ্বকাপে প্রথমবারের মতো খেলে অনেক কিছু শিখেছিলাম। সেবার অনেক কিছু শিখেছিলাম থিয়াগো সিলভার কাছ থেকে, যে কি না আমার বন্ধু। এছাড়া দানি আলভেজের কথাও বিশেষভাবে বলতে হবে।’ যোগ করেন ব্রাজিলের হয়ে ৪৯ ম্যাচে ১২ গোলের মালিক পাউলিনহো। উল্লেখ্য, বিশ্বকাপের ইতিহাসে বেশকিছু রেকর্ডের মালিক ব্রাজিল। সবচেয়ে বেশিবার মূলপর্বে অংশগ্রহণ, সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হওয়া, সবচেয়ে বেশিবার টানা তিনবার ফাইনাল খেলা (জার্মানির সঙ্গে যুগ্মভাবে) ...। তবে এটাও ঠিক, গত ১৬ বছর ধরে তারা চ্যাম্পিয়ন তো দূরে থাক, ফাইনালেই উঠতে পারেনিÑ এই তথ্যও কিন্তু ফেলে দেয়ার মতো নয়। ব্রাজিল সর্বশেষ শিরোপা জিতেছিল ২০০২ সালে, জার্মানিকে ২-০ গোলে হারিয়ে। ফলে ব্রাজিলভক্তদের মনে এখন একটাই প্রশ্ন, এক যুগেরও বেশি সময় ধরে শিরোপাখরা কী এবারই ঘুচবে? আগামী ২৫ জুলাই জন্মদিন পালন করতে যাচ্ছেন পাউলিনহো। যদি ব্রাজিল বিশ্বকাপ জিততে পারে তাহলে এটাই যে তারজন্য সবচেয়ে বড় উপহার হবে, তাতে সন্দেহের কোন অবকাশ নেই।
×