ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বনানীতে ব্যবসায়ী সিদ্দিক মুন্সী হত্যার আরেক আসামি গ্রেফতার

প্রকাশিত: ০৪:২৫, ১৫ জুন ২০১৮

 বনানীতে ব্যবসায়ী সিদ্দিক মুন্সী হত্যার আরেক আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ গত বছরের নবেম্বরে রাজধানীর বনানীতে ফিল্মিস্টাইলে জনশক্তি রফতানিকারক প্রতিষ্ঠানের মালিক সিদ্দিক হোসেন মুন্সীকে তার অফিসেই চাঞ্চল্যকর হত্যার ঘটনায় নূর আমিন ওরফে নূরা নামের আরেক আসামি বুধবার দিবাগত রাতে ডিবির হাতে গ্রেফতার হয়েছে। কিলিং মিশনে তার দায়িত্ব ছিল ভেতর থেকে সবাই বেরিয়ে যাওয়ার পর বিল্ডিংয়ের মূল গেটে তালা লাগিয়ে দেয়া। এ নিয়ে বনানীর সিদ্দিক মুন্সী হত্যায় জড়িত সাতজনই গ্রেফতার হলো। এদের মধ্যে সরাসরি হত্যায় অংশ নেয়া চারজন বন্দুকযুদ্ধে মারা যায়। দুইজন আদালতে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দী দেয়। বুধবার দিবাগত গভীররাতে রাজধানীর বাড্ডা এলাকা থেকে ডিবি উত্তর বিভাগের গুলশান জোনাল টিম নূর আমিন ওরফে নূরা (২৭) নামে ওই আসামিকে গ্রেফতার করে। ডিবি উত্তরের অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলায়েন সাংবাদিকদের জানান, নূর আমিন বহুদিন ধরে বাড্ডা, গুলশান, রামপুরা এলাকায় শীর্ষ সন্ত্রাসী আরিফ, নূরী, শরীফ, পিচ্চি আলামিনের সহযোগী হিসেবে অস্ত্রবাজি, চাঁদাবাজি এবং গুলি করে ত্রাস সৃষ্টি করে আসছিল। হত্যাকারীদের মধ্যে চারজনের ভিডিও ফুটেজ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
×