ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঈদ জামাতে কোন নিরাপত্তা হুমকি নেই ॥ ডিএমপি

প্রকাশিত: ০৪:২৪, ১৫ জুন ২০১৮

 ঈদ জামাতে কোন নিরাপত্তা হুমকি নেই ॥ ডিএমপি

স্টাফ রিপোর্টার ॥ ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান জানিয়েছেন, ঈদ-উল- ফিতরের জামাতকে ঘিরে সুনির্দিষ্ট কোন নিরাপত্তা হুমকি নেই। এজন্য রাজধানীবাসীকে নির্বিঘেœ উৎসব উদ্যাপনের আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে জাতীয় ঈদগাহর নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের সময় সাংবাদিকদের মাধ্যমে এই আহ্বান জানান ডিএমপি কমিশনার। পুলিশ কমিশনার আছাদুজ্জামান বলেন, ঈদ-উল-ফিতরের জামাতকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোন হুমকি নেই। কয়েক বছর আগে শোলাকিয়ায় ঈদ জামাত লক্ষ্য করে জঙ্গী হামলার চেষ্টার প্রসঙ্গে ধরে ডিএমপি কমিশনার বলেন, এখন বাংলাদেশের জঙ্গী নেটওয়ার্ক আমরা গুঁড়িয়ে দিয়েছি। এরপরও যেসব জঙ্গী সদস্য জামিনে মুক্তি পায়। তাদের আমরা নজরদারিতে রেখেছি। ঈদ জামাতে কোন সমস্যা হবে না।
×