ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নেই ॥ স্বস্তিতে ফিরছে মানুষ

প্রকাশিত: ০৪:০৪, ১৫ জুন ২০১৮

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে  যানজট নেই ॥ স্বস্তিতে ফিরছে মানুষ

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৪ জুন ॥ ঈদ যাত্রার ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের অংশে যানজটের আশঙ্কা করলেও এখন পর্যন্ত মহাসড়কে যানজটের সৃষ্টি হয়নি। ঈদ যাত্রায় দ্বিতীয় দিনে ব্যস্ততম এই মহাসড়কে ভোগান্তি ছাড়াই ঈদে ঘরমুখো মানুষ যাতায়াত করেছেন। স্বাভাবিক গতিতেই গাড়ি চলছে মহাসড়কে। এছাড়া মহাসড়কে যানজট নিরসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ১২শ’ সদস্য কাজ করছেন। এছাড়া যানজট নিরসনে ৬টি স্থানে আইপি ক্যামেরাও স্থাপন করা হয়েছে। কয়েকদিন আগে থেকেই ঈদ যাত্রায় চার লেনের কাজ, খানাখন্দ থাকায় এ বছর ঈদ যাত্রায় ভোগান্তির শঙ্কা ছিল। কিন্তু মহাসড়কে পুলিশের ব্যাপক তৎপরতার জন্য এবং চালকরা নিয়ম অনুযায়ী যানবাহন চলাচল করায় এখন পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়নি। সরেজমিনে বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, বৃহস্পতিবার ঈদযাত্রার দিনে ভোগান্তি ছাড়াই মহাসড়কে যানবাহন চলাচল করছে। এছাড়া মহাসড়ক অনেক সময় ফাঁকা হয়ে যাচ্ছে।
×