ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে যানজট নিরসনে ত্রিপক্ষীয় বৈঠক ঈদের পরেই

প্রকাশিত: ০৪:০৩, ১৫ জুন ২০১৮

চট্টগ্রামে যানজট নিরসনে ত্রিপক্ষীয়  বৈঠক ঈদের পরেই

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীতে যানবাহন চলাচলে সবচেয়ে বেশি ভোগান্তি পোর্ট কানেকটিং এবং আগ্রাবাদ এক্সেস রোডে। এই দুই সড়কে যানজটে নাকাল অবস্থা অনেকটা স্বাভাবিক চিত্রে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি এবং প্রতিদিনের জোয়ারে হাঁটু থেকে বুক পানিতে ডুবে যায় ছোটপুল এলাকা। দীর্ঘদিনের এই ভোগান্তি নিরসনে ঈদের পরই ত্রিপক্ষীয় বৈঠকের উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। বৃহস্পতিবার সকালে চসিক মেয়র ও সিএমপি কমিশনার মাহাবুবুর রহমানের সঙ্গে এক বৈঠকে এই দুই সড়কের যানজট নিরসনের বিষয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান, অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদুল হাসান ও চসিক প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ। এতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, আইনশৃঙ্খলা বাহিনী এবং পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দকে নিয়ে ঈদের পরই বৈঠকের সিদ্ধান্ত হয়।
×