ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শীতলক্ষ্যায় হাজীগঞ্জ-নবীগঞ্জ খেয়াঘাটে ফেরি সার্ভিস চালু

প্রকাশিত: ০৪:০৩, ১৫ জুন ২০১৮

 শীতলক্ষ্যায় হাজীগঞ্জ-নবীগঞ্জ  খেয়াঘাটে  ফেরি  সার্ভিস চালু

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ ॥ অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর হাজীগঞ্জ-নবীগঞ্জ খেয়াঘাটে যানবাহন ও যাত্রী পারাপারের জন্য শুরু হলো ফেরি সার্ভিস। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান ফিতা কেটে ফেরি সার্ভিসের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগ নারায়ণগঞ্জ বিভাগের নির্বাহী প্রকৌশলী আলীউল হোসেন, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিন্টু বেপারী, বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী এমএম সালাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর আফজাল হোসেন, এনায়েত হোসেন, সুলতান আহমেদ, হান্নান সরকার, সমসের আলী ঝন্টু, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল জাহেরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সড়ক জনপথ বিভাগের ফেরি সার্ভিসে ছোট বড় মিলিয়ে ২০টি যানবাহন ধারণক্ষমতা রয়েছে। যা সর্বক্ষণিক চলাচল করবে। ফেরি সার্ভিস চালু হওয়ায় ঈদে ঘরমুখো মানুষের নদী পারাপারে স্বস্তি নেমে এসেছে।
×