ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জনকণ্ঠ ডেস্ক ॥ আজ চাঁদ উঠলে কাল পবিত্র ঈদ-উল ফিতর। সারাদেশে অনুষ্ঠিত হবে ঈদ জামাত। কোথায়, কখন ঈদ জামাত অনুষ্ঠিত হবে স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো সংবাদের ভিত্তিতে তা দেয়া হলো।

ঈদ জামাত কোথায় কখন

প্রকাশিত: ০৪:০০, ১৫ জুন ২০১৮

ঈদ জামাত কোথায় কখন

চট্টগ্রাম চট্টগ্রাম নগরীতে এবারও ঈদ-উল ফিতরের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে জমিয়তুল ফালাহ জামে মসজিদ ময়দানে। এছাড়া সিটি কর্পোরেশনের (চসিক) ব্যবস্থাপনায় ৪১টি ওয়ার্ডে মোট ১৬৬টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম জেলা প্রশাসনের ব্যবস্থাপনায়ও বেশকিছু ঈদ জামাত হবে। চসিকের তত্ত্বাবধানে ঈদ-উল ফিতরের প্রথম ও প্রধান জামাত সকাল ৮টায় জমিয়তুল ফালাহ ময়দানে অনুষ্ঠিত হবে। একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯ টায়। প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন জামেয়া আহমদিয়া ছুন্নীয়া আলেয়া মাদ্রাসা চট্টগ্রামের মহাদ্দিছ আল্লামা আলহাজ সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ্র হাফেজ মাওলানা আহমদুল হক। বাকলিয়ায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্টেডিয়ামে প্রথম ঈদ জামাত হবে সকাল ৮টায়। লালদীঘি সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদে হবে সকাল সাড়ে ৮ টায়। জালালাবাদ আরেফিন নগর সিটি কর্পোরেশন কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদের ঈদ জামাত হবে সকাল ৮টা ১৫ মিনিটে। একই সময়ে কর্পোরেশনের তত্ত্বাবধানে নগরীর হযরত শেখ ফরিদ (রঃ) চশমা ঈদগাহ ময়দান, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদে (সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন) ঈদ জামাত হবে। . রাজশাহী রাজশাহীতে পবিত্র ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী শাহ্ মখদুম (রহঃ) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮ টায়। ঈদ-উল-ফিতরের এ জামাতে এবারও ইমামতি করবেন নগরীর হযরত শাহ্ মখদুম (রহঃ) জামিয়া ইসলামীয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি শাহাদাৎ আলী। বৈরি আবহাওয়া বিরাজ করলে একই সময়ে হযরত শাহ্ মখদুম (রহঃ) দরগা মসজিদে একাধিক ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। সিটি কপোরেশন, ইসলামিক ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় অফিস ও নগরীর শাহমখদুম দরগা ট্রাস্ট এ তথ্য জানিয়েছে। রাজশাহী নগরীতে সিটি কর্পোরেশন প্রধান ঈদগাহ ছাড়াও ২৫টি ঈদগাহ প্রস্তুত করেছে। এসব ঈদগাহের বেশিরভাগেই সকাল ৮ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জেলার উপজেলা পর্যায়েও ও সকাল সাড়ে ৭ টা থেকে সাড়ে ৮ টার মধ্যেই ঈদ জামাত শেষ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। রাজশাহী শাহমখদুম দরগা ট্রাস্ট এবং স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, নগরীতে প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় নগরীর নওদাপাড়া আমচত্বর আহলে হাদিস মাঠে। এরপর সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় যে সব ঈদ জামাত অনুষ্ঠিত হবে সেগুলো হলো নগরীর সাহেববাজার বড় রাস্তা, টিকাপাড়ায় (মহানগর) ঈদগাহ, হাজী লাল মুহাম্মদ ঈদগাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ঈদগাহ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঈদগাহ, বুলনপুর ঈদগাহ, মসজিদ-ই-নূর ঈদগাহ, কয়েরদাড়া ঈদগাহ, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা, ডিঙ্গাডোবা ঈদগাহ মাঠ, কাশিয়াডাঙ্গা সিটি গেইট ঈদগাহ, কাশিয়াডাঙ্গা ঈদগাহ, মির্জাপুর পূর্ব পাড়া ঈদগাহ, ফিরোজাবাদ ঈদগাহ এবং বালিয়াপুকুর জামে মসজিদ। সকাল সোয়া ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে- বিভাগীয় স্টেডিয়াম (তেরখাদিয়া) ঈদগাহ, শিরোইল সরকারি হাই স্কুল ঈদগাহ, মালদা কলোনী ঈদগাহ, শিরোইল স্কুল ঈদগাহ এবং রামচন্দ্রপুর মহলদার পাড়া ঈদগাহ। সকাল সাড়ে ৮টায় রাজশাহী জজ কোর্ট ঈদগাহ, লক্ষীপুর ভাটাপাড়া ঈদগাহ, রায়পাড়া বশরী ঈদগাহ, কাঁঠালবাড়ীয়া ঈদগাহ, রায়পাড়া ঈদগাহ, রাজশাহী কোর্ট স্টেশন ঈদগাহ, শালবাগান গণপূর্ত মাঠ, মোল্লাপাড়া ঈদগাহ, লক্ষীপুর ভাটাপাড়া ঈদগাহ মাঠ, কোর্ট বুলনপুর ঈদগাহ মাঠ, খোজাপুর গোরস্তান ঈদগাহ মাঠ, সাতবাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ, জাহাজঘাট মোড় ঈদগাহ মাঠ, খোজাপুর ১নং ঈদগাহ, পাঁচানী ঈদগাহ মাঠ সাতবাড়িয়া ঈদগাহ, বিনোদপুর আহলে হাদিস জামে মসজিদ, শহীদবাগ জামে মসজিদ, মহেরচ-ি বুধপাড়া কেন্দ্রীয় ঈদগাহ এবং ধরমপুর মধ্যপাড়া ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল সাড়ে ৮টায় উপশহর কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ, চৌদ্দপাই মোড় ঈদগাহ, খাদেমুল ইসলাম স্কুল এন্ড কলেজ এবং তালাইমারী বাজার ঈদগাহ। সকাল সাড়ে ৮ টায় কাজলা ঈদগাহ, ডাঁশমারী পূর্বপাড়া ঈদগাহ, সপুরা শাহী জামে মসজিদ এবং বিএডিসি ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। . খুলনা আবহাওয়া অনুকূল থাকলে খুলনায় পবিত্র ঈদ-উল-ফিতরের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায় খুলনা সার্কিট হাউস ময়দানে এবং দ্বিতীয় ও শেষ জামাত খুলনা টাউন জামে মসজিদে সকাল সাড়ে নয়টায়। আবহাওয়া প্রতিকূল হলে টাউন জামে মসজিদে প্রথম ও প্রধান জামাত সকাল সাড়ে আটটায়, দ্বিতীয় জামাত সাড়ে নয়টায় এবং তৃতীয় ও শেষ জামাত সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল হলে কোর্ট জামে মসজিদে সকাল সাড়ে আটটায় একটি জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া বসুপাড়া ইসলামাবাদ ঈদগাহ ময়দান, খুলনা আলিয়া কামিল মাদ্রাসা জামে মসজিদ, বায়তুন-নূর মসজিদ কমপ্লেক্স, খালিশপুর ঈদগাহ ময়দান, সোনাডাঙ্গা আবাসিক এলাকা (২য় ফেজ), বায়তুল্লাহ জামে মসজিদ, নিরালা আবসিক এলাকা ঈদগাহ, খানজাহান নগর খালাসী মাদ্রাসা ঈদগাহ, দৌলতপুর ঈদগাহসহ অন্যান্য মসজিদ ও ঈদগাহসমূহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত সময়সূচী অনুযায়ী ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডে ওয়ার্ড কাউন্সিলরগণের তত্ত্বাবধানে পৃথকভাবে নির্ধারিত সময় অনুযায়ী ঈদের জামাত অনুষ্ঠিত হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ে সকাল ৮ টায় বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন নতুন কেন্দ্রীয় মসজিদে এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। . বরিশাল নগরীর শতাধিক ঈদগাহ্ ও মসজিদে ঈদ-উল-ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। নগরীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর বান্দরোডের বরিশাল হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। জাতীয় ইমাম সমিতি সূত্রে জানা গেছে, নগরীর প্রধান ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায় কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ্ মাঠে। এছাড়া নগরীর প্রধান চারটি মসজিদ কেন্দ্রীয় কশাই জামে মসজিদের উদ্যোগে আসমত আলী খান (একে) স্কুল মাঠে ঈদের নামাজের প্রথম জামাত সকাল সাড়ে আটটায়, দ্বিতীয় জামাত সকাল ১০টায়। বায়তুল মুকাররম জামে মসজিদে সকাল নয়টা ও ১০টায়, এবায়দুল্লাহ জামে মসজিদে সকাল নয়টা ও ১০টায়, পুলিশ লাইনস জামে মসজিদে সকাল সাড়ে আটটায় প্রথম ও সাড়ে নয়টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবার শরীফে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়, উজিরপুরের গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদ কমপ্লেক্সে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল নয়টায়। . ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় ধর্মপ্রাণ মুসল্লিরা সমবেত হয়ে বৃহৎ এ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন। তবে বৈরী আবহাওয়া থাকলে জেলা জামে মসজিদে একই সময়ে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। মাওলানা নোমান হাবিব-এর ইমামতিতে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সকল শ্রেণীর ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজে অংশগ্রহণ করবেন। এছাড়াও শেরপুর ঈদগাহ ময়দানে সকাল ৯টায়, হাসপাতাল মসজিদে সকাল ৯টায়, টেংকেরপাড় মাঠে সকাল ৯টায়, পুনিয়াউট আমির হামজা মসজিদ প্রাঙ্গণে সকাল ৯টায়, স্টেডিয়াম মাঠে সকাল সাড়ে ৮টায়, ভাদুঘর ঈদগাহ মাঠ, ভাদুঘর জামিয়া সিরাজিয়া দারুল উলুম মাদ্রাসা এবং ফাটাপুকুর জামে মসজিদে সকাল ৮টা ৪০ মিনিটে ঈদুল ফিতরের নামাজ আদায় করা হবে। . চাঁপাইনবাবগঞ্জ এবারই প্রথম চাঁপাইনবাবগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে (ফকিরপাড়া) ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। একটি সকাল ৮টায় অপরটি ৯ টার দিকে। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ টাউন হাইস্কুল ও আহলে হাদিস সম্প্রদায়ের দুটি ঈদ জামাত সোয়া আটটা থেকে ৯টার মধ্যে অনুষ্ঠিত হবে। পাশাপাশি রাজারামপুর হরিপুর, দারিয়াপুরসহ দুর্গাপুর অঞ্চলে ৯টি জামাত ৯টার মধ্যে অনুষ্ঠিত হবে। . বাগেরহাট ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এ মসজিদে ঈদুল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয়টি সকাল ৮টা ১৫ মিনিটে ও তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এছাড়া, সকাল ৭টা ৪৫ মিনিটে আলীয়া মাদ্রাসা ময়দানে, খানজাহান আলী মাজার জামে মসজিদ, পুরাতন কোর্ট জামে মসজিদ, মিঠাপুকুর জামে মসজিদ, খানজাহানিয়া বায়তুল ফালাহ জামে মসজিদ, ফলপট্টি জামে মসজিদ, সরুই হাজী আরিফ জামে মসজিদ ময়দান, নতুন কোর্ট জামে মসজিদ এবং দশ গম্বুজ জামে মসজিদে সকাল ৮টায়, সকাল ৮ টা ১৫ মিনিটে সোনাতলা আউলিয়াবাদ জামে মসজিদ, খারদ্বার জামে মসজিদ, রেলওয়ে জামে মসজিদে, সকাল সাড়ে ৮টায় পিসি কলেজ ময়দান ও দশানী আরাফাত মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। . রংপুর ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় কালেক্টরেট ঈদগাহ মাঠে। আবহাওয়া খারাপ থাকলে এই প্রধান জামাত অনুষ্ঠিত হবে কোর্ট জামে মসজিদে দুই পর্বে সকাল সাড়ে ৯টায় ও ১০টায়। প্রশাসনের ঊর্র্ধ্বতন কর্তাব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এ জামাতে নামাজ আদায় করে থাকেন। এ বছর এ জেলায় ৫৮১টি ঈদের জামাত হবে। তবে সকাল ৭টা ৪৫ মিনিটে নগরীর প্রথম ঈদের জামাত হবে পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজ মাঠে। এছাড়া, মুন্সিপাড়া ঈদগাহে সকাল সাড়ে ৮টায়, কেরামতিয়া জামে মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে ৯টায় ও দ্বিতীয় জামাত ১০টায়। রংপুর মেডিক্যাল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে সকাল সাড়ে ৮টায়, ধাপ স্টাফ কোয়ার্টার জামে মসজিদ মাঠে এবং বুড়িরহাট কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এদিকে সিটি কর্পোরেশনের আয়োজনে নগরীর ৫০টি ঈদগাহে নামাজ আদায় হবে বেলা ১১টা পর্যন্ত। এ ছাড়া সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত রংপুর সেনানিবাসের গ্যারিসন মসজিদ ঈদগাহ মাঠে ঈদের জামাত হবে। দায়িত্বরত পুলিশ সদস্যরা পুলিশ লাইন্স ঈদগাহ মাঠে সকাল পৌনে ৯টায় ঈদের নামাজ আদায় করবেন। ম-লপাড়া বড় ঈদগাহ ও দামোদরপুর বড় ময়দানে সাড়ে ৯টায়, গঙ্গাচড়ার পাইকান বড় জুমা মসজিদ মাঠে সকাল ৯টায়, বদরগঞ্জ চান্দামাড়ি কারামতিয়া ঈদগাহে সকাল ১০টায়, পীরগাছা জে এন উচ্চ বিদ্যালয় মাঠ, কাউনিয়া কেন্দ্রীয় ঈদগাহ, মিঠাপুকুর কেন্দ্রীয় ঈদগাহ, তারাগঞ্জ চৌপথি ঈদগাহ, পীরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ, বদরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ও সদর উপজেলা পরিষদ ঈদগাহে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। . বগুড়া বগুড়ায় ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সূত্রাপুরে নগরীর কেন্দ্রীয় সম্প্রসারিত ঈদগাহে সকাল ন’টায়। ইমামতি করবেন বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের খতিব মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল কাদের। প্রতিকূল আবহাওয়ায় অর্থাৎ বৃষ্টিপাত হলে ঈদের প্রথম জামাত হবে নগরীর কেন্দ্রীয় বড় মসজিদে সকাল ন’টায়। দ্বিতীয় জামাত হবে সকাল সাড়ে ন’টায়। এরপরও স্থান সংকুলান না হলে আরেকটি জামাত হবে। প্রতিকূল আবহাওয়ায় পাড়া মহল্লার মসজিদগুলোতে ঈদের জামাতের প্রস্তুতি নেয়া হয়েছে। নামাজের সময় স্থানীয়ভাবে নির্ধারণ করা হবে। আবহাওয়া অনুকূলে থাকলে নগরী ও শহরতলীর ঠনঠনিয়া, সুলতানগঞ্জপাড়া, নারুলী, চকসূত্রাপুর, আটাপাড়া, চেলোপাড়া, সাবগ্রাম, গোকুল, ফুলতলা, ফুলবাড়ি ঈদগাহে ঈদের জামাত হবে সকাল ৮টা থেকে ন’টার মধ্যে। এছাড়াও করোনেশন স্কুল মাঠ, আলতাফুন্নেছা খেলার মাঠ, সরকারী আজিজুল হক কলেজের পুরাতন ভবন মাঠ, পুলিশ লাইন্স ময়দানে সকাল ৮টা থেকে ন’টার মধ্যে ঈদের জামাত হবে। মহাস্থনগড়ে ডিগ্রী কলেজ মাঠে ঈদের জামাত হবে সকাল ন’টায়। আহলে হাদিস অনুসারীদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে বগুড়া জিলা স্কুল মাঠে সকাল সাড়ে আটটায়। . সিলেট সিলেটে সকাল সাড়ে ৮টায় পবিত্র ঈদ-উল- ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহে। ঈদের জামাতে ইমামতি করবেন নগরীর বন্দর বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলনা কামাল উদ্দিন। শাহজালাল (রঃ) এর দরগাহে ঈদের জামাতটি অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এছাড়াও কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদ-উল-ফিতরের মোট ৩টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়, ২য় জামাত সাড়ে ৮টায় এবং তৃতীয় জামাত সকাল সাড়ে ৯টায়। পুলিশ লাইনস মাঠে সকাল ৯টায়, কালেক্টরেট জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, পশ্চিম কাজিরবাজার জামে মসজিদে সকাল ৮টা ৪৫ মিনিটে, হাজী ভুরু মিয়া জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, বালুচর বায়তুল জান্নাত জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এদিকে, আনজুমানে খেদমতে কুরআন সিলেট-এর উদ্যোগে সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা মাঠে ঈদের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। জামায়াতে মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। . নীলফামারী নীলফামারীতে পবিত্র ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ৪৫ মিনিটে নীলফামারী জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে। এর আগে জেলার প্রথম জামাত অনুষ্ঠিত হবে নীলফামারী পুলিশ লাইন্স মাঠে সকাল সাড়ে ৮টায়। এছাড়াও সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে সার্কিট হাউস ঈদগাঁ মাঠ, কুখাপাড়া (ধনীপাড়া) ঈদগাঁ মাঠ ও বাড়াইপাড়া নতুন জামে মসজিদ ঈদগাঁ মাঠে। অন্যদিকে সকাল ৯টা ১৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে জেলা শহরের জোরদরগাঁ ঈদগাঁ মাঠ ও মুন্সীপাড়া আহলে হাদিছ ঈদগাঁ মাঠে। সকালে সাড়ে ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে কলেজ স্টেশন ঈদগাঁ মাঠে ও গাছবাড়ি পঞ্চপুকুর ঈদগাঁ মাঠে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে প্রধান জামাত সকাল ৯টায় বড় মসজিদে অনুষ্ঠিত হবে। অন্যান্য ঈদগাঁ মাঠের জামাত সংশ্লিষ্ট এলাকার মসজিদে অনুষ্ঠিত হবে। সূত্রমতে- জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরীগঞ্জ ও সৈয়দপুর উপজেলাগুলোর প্রধান ঈদগাঁ মাঠে জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এদিকে প্রতিবছরের ন্যায় এবারও জেলার সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৯টায় ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের সবদীগঞ্জ ঈদগাঁ মাঠে। . নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ নগরীর মাসদাইর এলাকার কেন্দ্রীয় ঈদগাহে ঈদ-উল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত সকাল ৯টায়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন জামে মসজিদে সকাল ৮টায়, নগরীর খানপুর ৩০০ শয্যা হাসপাতাল সড়কের ঈদের প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় নামাজ সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। সিদ্ধিরগঞ্জপুল এলাকায় মিজমিজি পাইনাদী কেন্দ্রীয় কবরস্থান কমপ্লেক্স ঈদগাহ মাঠে সকাল ৮টায়, সিদ্ধিরগঞ্জ বাজার আজিবপুর জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, মাদানীর নগর দারুল উলুম মাদ্রাসায় সকাল ৭টায় ও নিমাইকাশারী বাজার মসজিদে সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বন্দর উপজেলার নবীগঞ্জ ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত ৯টায় ও কদমরসুল দরগা শরীফে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সোনারগাঁও উপজেলা ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও আড়াইহাজার পৌর ঈদগাহ ময়দানে সকাল ৯টায়, কাইমপুর ঈদগাহে সকাল সাড়ে ৯টায়, পাঁচগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৯টায়, গোপালদি পৌর ঈদগাহ মাঠে সকাল ৯টায়, আড়াইহাজার আলিয়া মাদ্রাসা ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায় ও শম্বপুরা উচ্চ বিদ্যালয় ঈদগাহে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। . ফরিদপুর ফরিদপুর শহরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় কুঠিবাড়ি কমলাপুরের চাঁদমারীস্থ প্রধান ঈদগাহ ময়দানে। একই সময় সকাল ৮টায় চুনাঘাটা আলিয়া মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স মাঠ, চুনাঘাটা মডেল টাউন জামে মসজিদ ও ইয়াছিন কলেজ ময়দান, রেল স্টেশন মসজিদ জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল সাড়ে ৭টায় চৌরঙ্গি জামে মসজিদ, ফরিদপুর পুলিশ লাইনস ময়দান, গোয়ালচামট পানি উন্নয়ন বোর্ড জামে মসজিদ, ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল সোয়া ৮টায় বায়তুল মোকাদ্দেম জামে মসজিদ, শেখ ফরিদ শাহ্ দরগা জামে মসজিদ, বায়তুল মোকাদ্দেম জামে মসজিদ। সাড়ে ৮টায় চক বাজার জামে মসজিদ, আলিপুর গোরস্তান জামে মসজিদ প্রাঙ্গণ, মিয়াপাড়া জামে মসজিদ, চর কমলাপুর বড় মসজিদ, জেলা কারাগার মসজিদ, পশ্চিম খাবাসপুর সামসুল উলুম জামে মসজিদ ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জেলা শহরের বাইরে সকাল ৮টায় ভাঙ্গা ঈদগাঁ মাদ্রাসা মাঠ, সাড়ে ৮টায় নগরকান্দার এম এন একাডেমি মাঠে, আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদে, চরভদ্রাসন কলেজ মাঠ ও বোয়ালমারী ছোলনা মাদ্রাসা ঈদ গাঁ ময়দান, ৯ টায় সালথার ইউসুফদিয়া ঈদ গাঁ ময়দান, বেলা ১০টায় মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ও বোয়লমারীর খরসূতি ঈদ গাঁ ময়দান, সাড়ে ১০টায় সদরপুরের আটরশী বিশ্ব জাকের মঞ্জিল ময়দান। . ঝিনাইদহ পবিত্র ঈদ-উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে সকাল ৮টায় উজির আলী হাইস্কুল মাঠ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এ ঈদ জামায়াতে ইমামতি করবেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফের ড. আমিনুল ইসলাম। দ্বিতীয় ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় ঝিনাইদহ শহরের সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা ঈদগাহ ময়দানে। এখানে ইমামতি করবেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল কুদ্দুস। জেলার অন্য ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাতের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
×