ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আফগানদের অভিষেক টেস্ট শুরু আজ

প্রকাশিত: ০৬:০৪, ১৪ জুন ২০১৮

আফগানদের অভিষেক টেস্ট শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ রাশিয়ায় আজ পর্দা উঠছে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ক্রীড়া আসর বিশ্বকাপ ফুটবলের। এদিকে টেস্ট আঙ্গিনায় পা রাখার রোমাঞ্চে কাঁপছে আফগনরা। বিশ্বের দ্বাদশ দেশ হিসেবে অভিজাত টেস্ট ক্রিকেটে অভিষেক হচ্ছে আফগানিস্তানের। ব্যাঙ্গালুরুতে স্বাগতিক ভারতের বিপক্ষে নিজেদের ইতিহাসের প্রথম টেস্টটি খেলতে নামছে আজগর স্টানিকজাইয়ের দল। বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে এই ম্যাচ। যে ম্যাচে আলোচনায় সেনসেশনাল লেগস্পিনার রশিদ খান। অন্যদিকে অধিনায়ক বিরাট কোহলিসহ নিয়মিত খেলোয়াড়দের বিশ্রামে রেখে অজিঙ্কা রাহানেকে অধিনায়ক করে আফগান ইতিহাসের সঙ্গী হচ্ছে ভারত। আফগানিস্তন অধিনায়ক আসগর স্টানিকজাই বলেন, ‘সত্যি আমাদের জন্য এটি দারুণ দিন। ক্রিকেটের আসল লড়াই হলো টেস্ট। আমরা টেস্টটি স্মরণীয় করে রাখতে চাই। এ জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব।’ তিনি আরও যোগ করেন, ‘সারাবিশ্ব জানে যে, আমাদের রশিদ, মুজিব, নবীরা বিশ্বমানের স্পিনার। আফগানিস্তানের জন্য সবচেয়ে স্বস্তির ব্যাপার হলো, আমরা যতো তরুণ প্রতিভা পাচ্ছি তার বেশিরভাগই স্পিনার। কারণ তারা নবী ও রশিদকে ফলো করে। এ কারণেই আমাদের স্পিন বিভাগ আগে থেকেই শক্তিশালী। আমার ব্যক্তিগত মত হলো, আমাদের স্পিনাররা ভারতীয় স্পিনারদের চেয়েও শক্তিশালী। আমরা দারুণ কিছুর অপেক্ষায়।’ গত বছরের জুনে একাদশ ও দ্বাদশ দেশ হিসেবে টেস্ট মর্যাদা পায় আয়ারল্যান্ড ও আফগানিস্তান। ইতোমধ্যে টেস্ট অভিষেক হয়েছে আইরিশদের। গত ১১ মে নিজেদের মাঠ ডাবলিনে পাকিস্তানের বিপক্ষে অভিষেক টেস্ট খেলতে নামে আয়ারল্যান্ড। বাংলাদশের পর ১৮ বছর বাদে কোন দলের টেস্ট অভিষেক ঘটে। পাকিস্তানের কাছে ঐ টেস্টটি ৫ উইকেটে হারে আয়ারল্যান্ড। এবার দ্বাদশ দেশ হিসেবে টেস্ট খেলতে নামছে আফগানিস্তান। সদ্যই ভারতের দেরাদুনে তিন ম্যাচের টি-২০ সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে আফগানরা।
×