ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

২০২৬ বিশ্বকাপ ফুটবল

আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা

প্রকাশিত: ০৬:০৩, ১৪ জুন ২০১৮

আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা

স্পোর্টস রিপোর্টার ॥ আফ্রিকার মরক্কোকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের আয়োজকের মর্যাদা পেয়েছে যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। বুধবার ফিফা কংগ্রেসে ভোটাভুটিতে বিষয়টি নিশ্চিত হয়েছে উত্তর আমেরিকার দেশ তিনটির। তারা মোট ১৩৪ ভোট পায়, বিপরীতে মরক্কো পায় ৬৫ ভোট। এর আগে ১৯৭০ ও ১৯৮৬ বিশ্বকাপ হয়েছিল মেক্সিকোতে। ১৯৯৪ সালের আসর বসেছিল যুক্তরাষ্ট্রে। আর ২০১৫ সালে মহিলা ফুটবল বিশ্বকাপ হয় কানাডায়। ২০২৬ সালে হবে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর। প্রথমবারের মতো খেলবে ৪৮ দেশ। ৩৪ দিনের এই টুর্নামেন্টে হবে মোট ৮০ ম্যাচ। ২৩তম বিশ্বকাপটি হবে মোট ১৬টি শহরে; যুক্তরাষ্ট্রের ১০টি আর বাকি ৬টি কানাডা ও মেক্সিকোর মধ্যে ভাগাভাগি হবে। ফাইনাল ম্যাচ হবে নিউইয়র্কের ৮৪ হাজার ৯৫৩ আসন বিশিষ্ট মেটলাইফ স্টেডিয়ামে। আজ শুরু হচ্ছে রাশিয়া বিশ্বকাপ। ২০২৬ সালের আগে ২০২২ বিশ্বকাপ হবে কাতারে।
×