ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আজ মাঠে বসে দেখবে রাশিয়া-সৌদি আরবের খেলা

রাশিয়ায় বাংলাদেশের রাফির হাফ ডজন গোল

প্রকাশিত: ০৬:০২, ১৪ জুন ২০১৮

  রাশিয়ায় বাংলাদেশের রাফির হাফ ডজন গোল

স্পোর্টস রিপোর্টার ॥ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ বিশ্বকাপে বাংলাদেশ খেলবে, এটা বোধকরি দুঃস্বপ্নেও দেখেন না কোন বাংলাদেশী ফুটবলপ্রেমী। কিন্তু যদি বলি রাশিয়াতে ভূরি ভূরি গোল করে মাঠ মাতাচ্ছে এক বাংলাদেশী ফুটবলার, তাহলে নিশ্চয়ই বিশ্বাস করবেন না, তাই না? তারপরও বিশ্বাস করতেই হবে। কিন্তু কিভাবে? বিষয়টা খোলাসা করা যাক তাহলে। বিশ্বকাপ উপলক্ষে মস্কোতে মঙ্গলবার হয়ে যাওয়া খুদে ফুটবল উৎসব মাতিয়ে দিয়েছে বাংলাদেশের কিশোর গোলাম রাফি। তিন ম্যাচ খেলে এক হ্যাটট্রিকসহ গোল করেছে ৬টি। মস্কোর স্পার্টাক স্টেডিয়ামে অনুষ্ঠিত খুদে ফুটবলারদের নিয়ে শুরু হওয়া এই ফুটবল উৎসবের নাম হচ্ছে ‘ফ্রেন্ডশিপ ফর ফুটবল’। ২১১ দেশের খুদে ফুটবলারদের উৎসবে ডিফেন্ডার হিসেবে বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছে নারায়ণগঞ্জের রাফি। তার দল গালাপগোস সি লায়ন টিম তিন ম্যাচ খেলে দুটোতেই হেরে পরবর্তী রাউন্ডে উঠতে না পারলেও রাফির নৈপুণ্য ছিল বেশ চোখ ধাঁধানো। দলের একমাত্র জয়ের ম্যাচে রাফির পা থেকে আসে একটি নয়নাভিরাম হ্যাটট্রিক। প্রথম ম্যাচে রাফির দল হোয়াল শার্কের বিরুদ্ধে ২-৪ গোলে হেরে যায়। দলের দুটি গোলই করে রাফি। দ্বিতীয় ম্যাচে রাফির হ্যাটট্রিকে ঘারিয়ালকে ৯-০ গোলে শোচনীয় হারের স্বাদ দেয় গালাপগোস। শেষ ম্যাচে চেতাহর কাছে ৩-২ গোলে হেরে গ্রুপপর্ব থেকে বিদায় নেয় রাফির দল। হারলেও এ ম্যাচেও রাফি করে এক গোল। ‘ফাইভ-এ-সাইড’ এ খেলায় রাফির দলের অন্য সতীর্থরা ছিল চীন, সাইপ্রাস, লাইবেরিয়া, এ্যাঙ্গোলা, আইভরি কোস্ট, তুরস্ক এবং সাইকাস আইল্যান্ডের। তবে ফুটবল উৎসব থেকে বিদায় নিলেও রাফির আছে আরেকটি সুযোগ। তবে সেটা খেলার নয়, খেলা দেখার। রাশিয়া ও সৌদি আরবের মধ্যকার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি মাঠে বসে উপভোগ করার সৌভাগ্য হচ্ছে তার।
×