ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার খেসারত, জাতীয় দলের নতুন কোচ ফার্নান্দো ইয়েররো

বিশ্বকাপ শুরুর আগে বরখাস্ত স্পেনের কোচ হুলেন

প্রকাশিত: ০৬:০২, ১৪ জুন ২০১৮

 বিশ্বকাপ শুরুর আগে বরখাস্ত স্পেনের কোচ হুলেন

স্পোর্টস রিপোর্টার ॥ শুরু হয়ে গেছে ফিফা বিশ্বকাপ। এই সময়টাতে কোথায় কোচ ব্যস্ত থাকবেন নিজের দলকে নিয়ে, তা না, বরং তিনি বরখাস্ত হয়ে বাক্স-পেটরা গুছিয়ে কি না বাড়ির পথ ধরেছেন। বিশ্ব ফুটবলে এমন ঘটনা এর আগে ঘটেছে কি না সন্দেহ। আর এমন আজব ঘটনাই ঘটিয়েছে স্পেন ফুটবল ফেডারেশন। যদিও ২৪ ঘণ্টা আগেই এ ধরনের গুজব ছড়িয়ে পড়েছিল। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। স্প্যানিশ ফুটবল ফেডারেশন বিশ্বকাপ শুরুর একদিন আগেই তাদের কোচকে বহিষ্কার করল। হতভাগ্য সেই কোচের নাম হুলেন লোপেতেগুই। ৫১ বছর বয়সী হুলেররোর অপরাধ একটিইÑ ফেডারেশনকে অবহিত না করেই তিনি স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে রাশিয়া বিশ্বকাপ। আর শুক্রবার পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করবে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। ‘বি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ মরক্কো ও ইরান। রিয়াল মাদ্রিদের মূল দলের হয়ে একটি ম্যাচ খেলা লোপেতেগি ২০০৩ সালে স্পেন অ-১৭ দলের সহকারী কোচ হিসেবে কোচিং ক্যারিয়ার শুরু করেন। এফসি পোর্তোয় যাওয়ার আগে স্পেন অনুর্ধ-১৯, অনুর্ধ-২০ ও অনুর্ধ-২১ দলের কোচিং করানোর অভিজ্ঞতা আছে তার। তার অধীনে কোন ম্যাচ হারেনি স্পেন জাতীয় দল। ২০ ম্যাচ খেলে ১৪টি জিতেছে তারা, বাকি ৬টি করেছে ড্র। জানা গেছে- ইতোমধ্যেই নতুন কোচ হিসেবে ফেডারেশন ঘোষণা করেছে ফার্নান্দো ইয়েররোর নাম। স্পেন জাতীয় দল এবং রিয়াল মাদ্রিদের সাবেক এই ডিফেন্ডার অবশ্য পালন করবেন অন্তর্র্বতীকালীন কোচের দায়িত্ব। ২০১৪-১৫ মৌসুমে রিয়াল মাদ্রিদের সহকারী কোচ ছিলেন ইয়েররো। গত ২৭ নবেম্বর থেকে স্পেন জাতীয় দলের স্পোর্টিং ডিরেক্টরের পদে ছিলেন। ৃহুলেনকে বরখাস্ত করার ঘোষণায় তাকে ‘অপেশাদারী মনোভাব সম্পন্ন’ হিসেবে অভিহিত করেছে ফেডারেশন। এখন আশঙ্কা করা হচ্ছে- বিশ্বকাপ শুরুর মাত্র একদিন আগে নতুন কোচ আসায় তার সঙ্গে কতটা খাপ খাইয়ে নিতে পারবেন খেলোয়াড়রা? কেননা নতুন কোচকে ঠিকমতো চেনার আগেই শুক্রবার গ্রুপপর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে পর্তুগালের বিপক্ষে খেলতে হবে তাদের। এদিকে প্রবল সমালোচিত হচ্ছে রিয়াল মাদ্রিদও। অনেকে মনে করেন বিশ্বকাপের ঠিক দু’দিন আগে এভাবে জাতীয় দলের একজন কোচের নাম ঘোষণা করে মোটেও ঠিক কাজ করেনি রিয়াল মাদ্রিদ। এই হুলেনের অধীনেই গত এপ্রিলে আর্জেন্টিনার মতো দলকে ৬ গোলে হারিয়ে আলোড়ন সৃষ্টি করেছিল স্পেন। কিন্তু ফেডারেশনের চোখে তার যে কোন মূল্য ছিল না, সেটা তো এখন পরিষ্কারই তার বিদায়ে। যদিও জাতীয় দলের কিছু খেলোয়াড় (তারা আবার রিয়ালেও খেলেন) লোপেতেগুইকে বাঁচানোর অনেক চেষ্টা করেছেন। তারা সরাসরি কথা বলেছেন ফেডারেশনের সভাপতির সঙ্গে। কিন্তু তাতে কোন কাজ হয়নি।
×