ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইব্রাহিমোভিচকে ছাড়াই এগিয়ে যেতে চায় সুইডেন

প্রকাশিত: ০৬:০১, ১৪ জুন ২০১৮

 ইব্রাহিমোভিচকে ছাড়াই এগিয়ে যেতে চায় সুইডেন

স্পোর্টস রিপোর্টার ॥ রাশিয়া বিশ্বকাপে বাদ পড়া তারকাদের মধ্য অন্যতম আলোচিত ইব্রাহিমোভিচ। অবসর ভেঙ্গে বিশ্বকাপ খেলতে চেয়েছিলেন তিনি। কিন্তু কোচ সেটি গ্রহণ করেনি। আলোচিত ইব্রাকে ছাড়াই সুইডেন এগিয়ে যাবে বলে মনে করছেন বর্তমান অধিনায়ক আন্দ্রেয়াস গ্রাঙ্কভিস্ত, ‘সহেন্দ নেই ইব্রা আধুনিক সুইডেনের অন্যতম সেরা ফুটবলার। কিন্তু ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর সে অবসর নিয়েছে। আমাদের কাছে সে এখন অতীত। তাকে নিয়ে না ভেবে আমরা নিজেদের সেরাটা দিয়েই রাশিয়া বিশ্বকাপে এগিয়ে যেতে চাই।’ শক্তিশালী এফ গ্রুপে সুইডেনের সঙ্গে আছে জার্মানি, মেক্সিকো, কোরিয়া রিপাবলিক। বিশ্বকাপে ইব্রাহিমোভিচের অনুপস্থিতি নিয়ে আলোচনায় পরিশ্রান্ত হয়ে পড়েছেন সুইডেনের সাবেক স্ট্রাইকার হেনরিক লারসন, ‘অতীতে সুইডেন সম্পর্কে প্রতিপক্ষদের ভাল ধারণা ছিল। তারা জানত বল যেখান থেকে আসুক তা ইব্রাহিমোভিচের কাছে যাবে। কিন্তু এখন তারা এ ব্যাপারে আগে থেকে ধারণা করতে পারবে না। আক্রমণভাগে ওলা টোইভোনেন বা মার্কাস বার্গের মধ্য থেকে যে কোন একজন তখন সুযোগের সদ্ব্যবহার করতে পারবে। হয়তো দু’জনই একসঙ্গে অনেক দূর যেতে পারবে।’ বলেন তিনি।
×