ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

টেন্ডারে অনিয়ম ॥ মেয়রের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

প্রকাশিত: ০৫:৩৪, ১৪ জুন ২০১৮

  টেন্ডারে অনিয়ম ॥ মেয়রের বিরুদ্ধে  কোটি টাকা আত্মসাতের অভিযোগ

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ একজন বিএনপি পন্থী মেয়র ও তার সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। টেন্ডারে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে এই অর্থ আত্মসাত করেছে বলে স্থানীয় ঠিকাদার সমিতি অভিযাগ উত্থাপন করেছে। বরেন্দ্র অঞ্চলের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভা। তাদের অভিযোগ অধিকাংশ ক্ষেত্রে কোন উন্নয়নমূলক কাজের দরপত্র আহ্বান না করে গোপনে কোটেশনের মাধ্যমে অর্থ লুট করা হয়েছে। যেমন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের অর্থায়নে বাস্তবায়িত জলবায়ু পরিবর্তন প্রকল্পের ৪টি কাজ কোন দরপত্র আহ্বান ছাড়াই ও স্থানীয় ঠিকাদারদের অবহিত না করে ১৯ এপ্রিল ২টি ঠিকাদার প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদান করা হয়েছে। সোর্স আরও বলছে, ২০১৬-১৭ অর্থবছরে রহনপুর পৌর সভার ৬নং ওয়ার্ডের একটি ড্রেন নির্মাণ না করেই সম্পূর্ণ বিলের অর্থ সংশ্লিষ্ট ঠিকাদারকে পরিশোধ করা হয়। ২০১৬-১৭ ও ২০১৭-১৮ অর্থবছরে এডিপির বরাদ্দের প্রায় ৭০ ভাগ অর্থ ভুয়া কোটেশনের মাধ্যমে লোপাট করা হয়েছে। ভুয়া কোটেশনে ৫-১০ হাজার টাকার কাজ দেখানো হয়েছে পাঁচ লাখের কাছাকাছি। পৌর মেয়র তারিখ আহম্মেদ ও সহকারী প্রকৌশলী আবু সায়েম তাদের বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা ও বানানো বলে উল্লেখ করেন। তিনি বলেন একশ্রেণীর ঠিকাদার তাদের স্বার্থ ব্যাহত হওয়ায় মনগড়া অভিযোগ উত্থাপন করে বিভ্রান্তির সৃষ্টি করেছে। এদিয়ে এসব তদন্তে একাধিক সংস্থা কাজ করছে বলে জানা গেছে।
×