ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অতিরিক্ত ভাড়া না নেয়ার নিশ্চয়তা দিয়েছেন পরিবহন মালিকরা ॥ ডিএমপি কমিশনার

প্রকাশিত: ০৫:৩১, ১৪ জুন ২০১৮

  অতিরিক্ত ভাড়া না  নেয়ার নিশ্চয়তা  দিয়েছেন পরিবহন মালিকরা ॥  ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার ॥ ঈদে ঘরমুখী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া না নেয়ার নিশ্চয়তা দিয়েছেন পরিবহন মালিকরা। এর পাশাপাশি যাত্রীদের নিরাপদে ও নির্বিঘেœ গন্তব্যস্থলে পৌঁছাতে পুলিশ, পরিবহন মালিক ও শ্রমিকরা এক হয়ে কাজ করছেন। বুধবার দুপুরে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে এ কথা বলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া। ডিএমপি কমিশনার বলেন, আমরা পরিবহন মালিকদের সঙ্গে কথা বলেছি। তারা নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া না নেয়ার নিশ্চয়তা দিয়েছেন। টিকেট কালোবাজারিদের ধরতে আমরা কাজ করছি। ঈদকে সামনে রেখে ঢাকা মহানগর ছাড়তে শুরু করেছেন নগরবাসী। ঈদে যাত্রীদের নিরাপদে ও নির্বিঘেœ গন্তব্যস্থলে পৌঁছাতে পুলিশের সঙ্গে এক হয়ে কাজ করছেন পরিবহন মালিক-শ্রমিক।
×