ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএনপি নির্বাচনে অংশ না নিলে এটা হবে তাদের রাজনৈতিক আত্মহত্যা ॥ তোফায়েল

প্রকাশিত: ০৫:২১, ১৪ জুন ২০১৮

 বিএনপি নির্বাচনে অংশ না নিলে এটা হবে তাদের রাজনৈতিক আত্মহত্যা ॥ তোফায়েল

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১৩ জুন ॥ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি বিএনপি না করে তাহলে তাদের অস্তিত্ব সঙ্কট হবে। যা হবে তাদের জন্য রাজনৈতিক আত্মহত্যা। তিনি মনে করেন, নিশ্চয়ই বিএনপি এ ধরনের রাজনৈতিক আত্মহত্যা করতে চাইবেন না। বিএনপি নির্বাচন করলে তাদের আরও তৎপর হতে হবে। মওদুদ আহমদ বলেছেন, কঠিন আন্দোলন সংগ্রাম করবে। কিন্তু তাদের পক্ষে তা সম্ভব না। কারণ তারা ২০১৩, ’১৪, ’১৫ সালে উপলব্ধি করেছে। ৯৩ দিন হরতাল অবরোধের নামে দেশকে ধ্বংস করার চেষ্টা করেছে। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। আগামীতেও ব্যর্থ হবে। যারা (আন্দোলনে) ব্যর্থ হয় তারা নির্বাচনেও পরাজিত হয়। মন্ত্রী বুধবার দুপুরে ভোলার বোরহানউদ্দিন পৌরসভায় অসহায় নারীদের মাঝে নতুন শাড়ি বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, নির্বাচন যথা সময়ে সংবিধান অনুসারে যথা সময়ে অনুষ্ঠিত হবে। এই ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন কমিশন দক্ষতার সঙ্গে সততা ও নিষ্ঠার সঙ্গে সেই নির্বাচন পরিচালনা করবে। নির্বাচন কমিশনকে যোগ্য ও দক্ষ উল্লেখ করে মন্ত্রী বলেন, এ নির্বাচন কমিশন খুলনা, গাইবান্ধা, রংপুরসহ বিভিন্ন নির্বাচন পরিচালনা করে প্রমাণ করেছে অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য কমিশন যোগ্য। তিনি বলেন, মওদুদ আহমদরা যত কথাই বলুক না কেন বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সেই নির্বাচনের আগে তারা একটা গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করবে। কিন্তু তারা জানে সেটা করে তারা সফল হতে পারবে না। মন্ত্রী আরও বলেন, বিগত দিনেও বিএনপি নির্বাচন বানচালের চেষ্টা করে তারা ব্যর্থ হয়েছে, সুতরাং তারা ব্যর্থতার দিকে যাবে না। তাদের উচিত হবে নির্বাচনে অংশগ্রহণ করা। যেমন আমরা নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছি, তাদেরও উচিত হবে গ্রামে গঞ্জে গিয়ে প্রস্তুতি গ্রহণ করা। মন্ত্রী বলেন, বিএনপির মনে রাখতে হবে সংবিধান অনুযায়ী বর্তমান ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন হবে। নির্বাচনকালীন সময়ে সরকার দৈনন্দিন কাজ করবে এবং নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। নির্বাচনে অংশগ্রহণ না করলে বিএনপি অস্তিত্বহীন দলে পরিণত হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন পৌর মেয়র মোঃ রফিকুল ইসলাম, বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাব্বতজান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কুদ্দুস, সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমান, ভোলা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ। এর আগে মন্ত্রী উপজেলার কাচিয়া, কুতবা, পক্ষিয়া, টবগিসহ বিভিন্ন ইউনিয়নে মোট ১১ হাজার শাড়ি-লুঙ্গি বিতরণ করেন।
×