ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ক্রিপ্টোকারেন্সিতে এ্যাপলের নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০৫:০৪, ১৪ জুন ২০১৮

 ক্রিপ্টোকারেন্সিতে এ্যাপলের নিষেধাজ্ঞা

নিজেদের ডিভাইসগুলোতে ক্রিপ্টোকারেন্সি কার্যক্রম চালনায় নিষেধাজ্ঞা দিয়েছে এ্যাপল। আগের সপ্তাহে ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্স চলাকালীন এ্যাপ স্টোরের নতুন নীতিমালা উন্মুক্ত করে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি। নীতিমালায় আইওএস এবং ম্যাক উভয় ডিভাইসে ক্রিপ্টোকারেন্সি মাইনিং নিষিদ্ধ করে এ্যাপল, বলা হয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিররের প্রতিবেদনে। সোমবার এ্যাপ স্টোর নীতিমালার এই পরিবর্তন লক্ষ্য করেছে এ্যাপলবিষয়ক খবরের সাইট এ্যাপলইনসাইডার। এবারই প্রথম ক্রিপ্টোকারেন্সি এ্যাপের নীতিমালায় স্পষ্ট অবস্থান নিল এ্যাপল। বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সিগুলোতে আগ্রহ হঠাৎ অনেক বেড়ে যাওয়ায় এমন উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। একের অধিক ডিভাইস ব্যবহার করে জটিল গাণিতিক সমস্যা সমাধান করে ব্লকচেইন নেটওয়ার্কের তথ্য লক বা আনলক করার মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি ‘মাইন’ করা হয়। প্রতিটি লেনদেন নিরাপদ করার মাধ্যমে পুরস্কার পান গ্রাহকরা। -অর্থনৈতিক রিপোর্টার
×