ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফক্সকনের চীনের কারখানায় অধিকার লঙ্ঘনের অভিযোগ

প্রকাশিত: ০৫:০৩, ১৪ জুন ২০১৮

  ফক্সকনের চীনের কারখানায় অধিকার লঙ্ঘনের অভিযোগ

চীন নির্মাতা প্রতিষ্ঠান ফক্সকনের চীনের একটি কারখানায় ‘অধিকার লঙ্ঘনের একাধিক’ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে একটি মার্কিন অধিকার আন্দোলন সংঘ। এই কারখানায় মার্কিন ই-কমার্স জায়ান্ট এ্যামাজনের জন্য পণ্য তৈরি করা হয়। চায়না লেবার ওয়াচ নামের দলটির মতে, হেংইয়াং ফক্সকন কারখানাটিতে সাময়িক কর্মীদের অতিরিক্ত কাজ করানো হয় আর ন্যায্যমূল্যের তুলনায় কম পারিশ্রমিক দেয়া হয়। এক বিবৃতিতে এ্যামাজনের পক্ষ থেকে বলা হয়, তারা এই অধিকার লঙ্ঘনের বিষয়টি ‘অত্যন্ত গুরুত্বের’ সঙ্গে নিয়েছে। এ্যামাজন এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ও ‘সমস্যা সমাধানে একটি পরিকল্পনা’র জন্য ফক্সকনকে আহ্বান জানিয়েছে বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দলটির প্রতিবেদনে বলা হয়, সাময়িক কর্মীরা প্রতি ঘণ্টায় ১৪ ইউয়ান আয় করেন। আর তারা অতিরিক্ত সময় কাজ করলেও তার জন্য একই হারে পারিশ্রমিক দেয়া হয়, বেশি নয়। -অর্থনৈতিক রিপোর্টার
×