ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রবৃদ্ধির জন্য বিনিয়োগ প্রয়োজন দেড় লাখ কোটি টাকারও বেশি

প্রকাশিত: ০৫:০৩, ১৪ জুন ২০১৮

প্রবৃদ্ধির জন্য বিনিয়োগ প্রয়োজন দেড় লাখ কোটি টাকারও বেশি

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত কয়েকবছর ধরেই দেশে বিনিয়োগের হার মোট জিডিপির এক শতাংশেরও কম। অথচ কাক্সিক্ষত লক্ষ্য ৭ দশমিক ৮ অর্জন করতে হলে বিনিয়োগ বাড়াতে হবে ২ দশমিক ০৭ শতাংশ হারে। টাকার অঙ্কে যার পরিমাণ দেড় লাখ কোটি টাকারও বেশি। যাকে অনেকটাই অসম্ভব বলছেন বিশ্লেষকরা। কেননা, বিনিয়োগের সার্বিক পরিবেশ উন্নত না করে জিডিপি প্রবৃদ্ধির উচ্চাশা করা ঠিক হবে না। যে বছরে রয়েছে নির্বাচনও। যদিও প্রস্তাবিত লক্ষ্য স্বাভাবিকভাবেই দেখছেন সরকারের নীতিনির্ধারকরা। অর্থনীতিকে সামনে টেনে নিতে সবসময়ই গুরুত্বপূর্ণ সরকারী-বেসরকারী বিনিয়োগ। গেল ক’বছর ধরেই যে খাতে চলছে খরা। প্রস্তাবিত বাজেটে জিডিপির মোট আকার ধরা হয়েছে ২৫ লাখ ৩৭ হাজার ৮৪৯ কোটি টাকা। যাতে প্রবৃদ্ধির হার ৭ দশমিক ৮। এ লক্ষ্য অর্জনে বিনিয়োগ করতে হবে মোট জিডিপির ৩৩ দশমিক ৫৪ শতাংশ। যাতে সরকারী খাত থেকে আসতে হবে ৮ দশমিক ৩৯ শতাংশ। আর বেসরকারী খাতে এর পরিমাণ ২৫ দশমিক ১৫। এই হিসেবে আগামী বছরে কমপক্ষে বিনিয়োগ দেড় লাখ কোটি টাকারও বেশি। শতাংশের হিসেবে যা দাঁড়ায় ২ দশমিক ০৭। পরিসংখ্যান ব্যুরো অবশ্য বলছে, গেল ক’বছর ধরেই এ খাতে বিনিয়োগের হার ১ শতাংশেরও কম। বিশ্লেষকরা অবশ্য বলছেন, বিনিয়োগ পরিবেশ উন্নত না করে প্রস্তাবিত এই লক্ষ্য অর্জন সহজ হবে না মোটেও। কেননা নির্বাচনের বছরে এমনিতেই বিনিয়োগ কম হয়। এছাড়া বাজেটে ছোট ও মাঝারি শিল্প খাতে সহায়তা দেয়া হলেও নির্দেশনা আসেনি বড় কোন খাতের। যদিও পরিকল্পনামন্ত্রী বলছেন, অর্থনীতির প্রসারে বিশেষ অঞ্চল প্রতিষ্ঠাসহ বহুমুখী উদ্যোগ অব্যাহত। কাজেই বেগ পেতে হবে না প্রত্যাশিত লক্ষ্য অর্জনে। এখন পর্যন্ত মোট জিডিপির মধ্যে বিনিয়োগের হার ৩১ দশমিক ৪৭ শতাংশ।
×