ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঈদের আগে গহনা বিক্রি বৃদ্ধির প্রত্যাশা বিক্রেতাদের

প্রকাশিত: ০৫:০২, ১৪ জুন ২০১৮

ঈদের আগে গহনা বিক্রি বৃদ্ধির প্রত্যাশা বিক্রেতাদের

অর্থনৈতিক রিপোর্টার ॥ উৎসব, অনুষ্ঠানে ঐতিহ্য ও আভিজাত্যে সোনার গহনার আবেদন চিরায়ত। তাই ঈদের কেনাকাটায় নতুন পোশাক ও শাড়ির সঙ্গে স্বর্ণের দুল, চুড়ি ও রিং কিনছেন উচ্চবিত্ত এবং সৌখিন নারীরা। এছাড়া ঈদের ছুটিতে স্বজনের বিয়েতে উপহার দিতেও অনেকে কিনছেন অলঙ্কার। দাম বেশি হওয়ায় আগের মতো গহনা বিক্রি না হলেও ঈদের আগে বিক্রি বাড়বে এমনটাই প্রত্যাশা বিক্রেতাদের। ঝলমলে শাড়ির সঙ্গে সোনার গহনা সাজে আনে বাড়তি দ্যুতি। তাই সোনার গহনার প্রতি নারীদের দুর্বলতা অনেক বেশি। ঈদের শাড়ি ও পোশাকের সঙ্ঘে শখ পূরণে অনেক নারী কিনছেন টুকিটাকি সোনার গহনা। দাম বেশি হওয়ায় পুরো সেট কেনার সাধ্য নেই সবার। তাই সামর্থ্যের মধ্যেই কেউ দুল, কেউ বা কিনছেন চুড়ি বা রিং।
×