ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ডিএসইর পিই রেশিও অপরিবর্তিত রয়েছে

প্রকাশিত: ০৪:৫৯, ১৪ জুন ২০১৮

 ডিএসইর পিই রেশিও অপরিবর্তিত রয়েছে

বিদায়ী সপ্তাহে পতনে শেষ হয়েছে উভয় শেয়ারবাজারের লেনদেন। সপ্তাহজুড়ে সূচক কমলেও প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাতও (পিই রেশিও) অপরিবর্তিত রয়েছে। গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৪.৪৫ পয়েন্টে। যা সপ্তাহ শেষে ১৪.৪৫ পয়েন্টেই অবস্থান করে। সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ১২.৩১ পয়েন্টে। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতের ১৭.৫৭ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ১৮.১৬ পয়েন্টে, প্রকৌশলী খাতের ১৬.০৭ পয়েন্টে, বীমা খাতের ৯.৭৯ পয়েন্টে, বস্ত্র খাতের ১৫.৭৮ পয়েন্টে, বিবিধ খাতের ১৯.৬৯ পয়েন্টে, খাদ্য খাতের ২০.৬২ পয়েন্টে, চামড়া খাতের ২২.৭১ পয়েন্টে, সিমেন্ট খাত ৩৫.৬৮ পয়েন্টে, বিদ্যুত ও জ্বালানি খাত ১২.৮৩ পয়েন্টে, আর্থিক খাত ১৬.১৮ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতের ২৩.৮০ পয়েন্টে, টেলিযোগাযোগ খাত ২০.৩৫ পয়েন্টে, সেবা ও আবাসন খাত ১৪.৮৫ পয়েন্টে, সিরামিক খাত ১৯.৩৩ পয়েন্টে এবং পাট খাট (-) ৫৬.৭২ পয়েন্টে অবস্থান করছে। -অর্থনৈতিক রিপোর্টার
×